Garia News: গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু, কী কারণে মৃত্যু? খতিয়ে দেখছে পুলিশ
ABP Ananda Live: গড়িয়ার আদর্শনগরে দম্পতির রহস্যমৃত্যু। ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের দেহ। গতকাল রাতে বছর ৪৫-এর তরুণ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর স্ত্রী আশার দেহ বিছানায় পড়েছিল। বছর ৩৫-এর মহিলার গলায় ফাঁসের দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না। প্রতিবেশীদের দাবি, গতকাল দুপুরেও দম্পতির আচরণে কোনও অস্বাভাবিকতা দেখেননি। স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী হয়েছেন বলে পুলিশের অনুমান। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
আর্থিক তছরুপের অভিযোগে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের আটকে রাখলেন অভিভাবকরা
আর্থিক তছরুপের অভিযোগে প্রধান শিক্ষক ও সহ শিক্ষকদের আটকে রাখলেন অভিভাবকরা। বাঁকুড়া ২ নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের মগরা হাইস্কুলের ঘটনা। অভিভাবকদের অভিযোগ, ২০১৯ সালে স্কুলের পরিকাঠামো উন্নয়নে ৫৪ লক্ষেরও বেশি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু ৫ বছরের বেশি কেটে গেলেও কোনও কাজই হয়নি। হিসেবও দিতে পারেননি প্রধান শিক্ষক। এই পরিস্থিতিতে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূলের বাঁকুড়া ২ নম্বর ব্লকের সভাপতি ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিভাবকদের আশঙ্কা। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁর শারীরিক অসুস্থতার কারণেই এই দেরি। স্কুল পরিচালন সমিতির সভাপতি ও যুব তৃণমূল নেতা উল্টে বিরোধীদের ঘাড়ে দায় চাপিয়েছেন। কাটমানি নয়, লুঠ-মানি হয়েছে, কটাক্ষ বিজেপির। তদন্ত চলছে, জানিয়েছেন জেলার স্কুল পরিদর্শক।


















