Gautam Gambhir: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ় শুরুর আগে মধ্যপ্রদেশের বিখ্যাত মন্দির ছুটলেন ভারতীয় কোচ গম্ভীর
IND vs BAN: ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে ৬ অক্টোবর গ্বালিয়রে বিশ ওভারের সিরিজ়ের প্রথম ম্যাচ খেলতে নামবে।
নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্তভাবে টেস্ট সিরিজ় জিতে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল (IND vs BAN)। এবার বলের রঙ থেকে জার্সি, সবটাই বদলাবে। ৬ অক্টোবর, রবিবার থেকে ফের একবার দুই পড়শি দেশ একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে। এবার লড়াইটা বিশ ওভারের ফর্ম্য়াটে। সেই সিরিজ় শুরুর আগেই এক বিশেষ স্থানে গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারতীয় দল ৬ অক্টোবর গ্বালিয়রে বিশ ওভারের সিরিজ়ের প্রথম ম্যাচ খেলতে নামবে। ১৪ বছর পর আবারও এই মাঠে ভারতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হচ্ছে। সেই ম্যাচ উপলক্ষে কিন্তু ৫০ হাজার দর্শকের মাঠে উপস্থিত হওয়ার সম্ভাবনা। জয় দিয়েই সেই সিরিজ়ও শুরু করতে চাইবে টিম ইন্ডিয়া। তার আগেই মা পিতাম্বরা মন্দিরে দর্শন সারলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। মধ্যপ্রদেশের এই মন্দির গোটা দেশ জুড়ে প্রসিদ্ধ। প্রায়শই গণ্য মান্য ব্য়ক্তিত্বরা এই মন্দির দর্শনে আসেন।
গ্বালিয়রে যাওয়ার আগে গম্ভীর মধ্যপ্রদেশের ডাটিয়ায় এই মন্দির দর্শনেই ছুটে গেলেন। মন্দিরে জল ঢালেন গম্ভীর। তাঁর পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। ভারতীয় দলের প্রধান কোচকে দেখা জন্য মন্দির চত্বরে বেশ ভিড়ও জমা হয়েছিল। গম্ভীরের মন্দির দর্শনের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়েছে।
Indian Cricket Team's head coach GautamGambhir visited Maa Pitambara Temple & offered prayers on the second day of Shardiya navratri2024. Gautam Gambhir undertook a spiritual journey to the Peeth of Goddess Pitambara, located in Datia,Madhya Pradesh. @GautamGambhir pic.twitter.com/sL7kEljvRS
— Gauti Harshit Dhiman (GG Ka Parivar) (@GautiDhiman) October 4, 2024
প্রসঙ্গত, টেস্টে জয়ের পর টি-টোয়েন্টিও সেই ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই মাঠে নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। এখনও পর্যন্ত কুড়ির ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। প্রায় একপেশে লড়াই হয়েছে যে তা কিন্তু পরিসংখ্যান দেখলেই স্পষ্ট। মোট ১৩ বার ভারতীয় ক্রিকেট দল জয় ছিনিয়ে নিয়েছে। এই ধারাই আসন্ন তিন ম্যাচের সিরিজ়েও অব্যাহত থাকে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিগত ৪ মাস কানাকড়িও পাননি! চরম আর্থিক সংকটে ভুগছে পাকিস্তান ক্রিকেট?