Bengal Pro T20 Final: আইপিএলের ঘটনার পুনরাবৃত্তি বেঙ্গল প্রো টি-২০ লিগে, পুরুষদের প্রথম চ্যাম্পিয়ন পেল টুর্নামেন্ট
Eden Gardens: গতবার পুরুষদের ফাইনাল প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যুগ্মজয়ী হয়েছিল দুই দল। শনিবারও সেই আশঙ্কা ছিল।

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএলে (IPL 2025) এ ঘটনা দেখা গিয়েছিল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে মন্থর ব্যাটিং করা তিলক বর্মাকে 'রিটায়ার্ড আউট' করে তুলে নিয়েছিল মুম্বি ইন্ডিয়ান্স। পরিবর্তে নামানো হয়েছিল মিচেল স্যান্টনারকে। যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল।
সেই ঘটনা শনিবার দেখা গেল ইডেন গার্ডেন্সে বেঙ্গল প্রো টি-২০ লিগে (Bengal Pro T20 League Season 2) পুরুষদের ফাইনালেও। অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৫১ রান তাড়া করতে নেমে শেষ দিকে মন্থর ব্যাটিং করছিলেন অগ্নিভ পান। ২৩ বলে ১৮ রান করা পর তাঁকে ডেকে নেওয়া হয়। যদিও তাতেও শেষরক্ষা হয়নি। ১৪১/৮ স্কোরে আটকে গেল মুর্শিদাবাদ কিংস। বেঙ্গল প্রো টি-২০ লিগে পুরুষদের বিভাগ পেল প্রথম চ্যাম্পিয়ন। মুর্শিদাবাদ কিংসকে ৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors vs Murshidabad Kings)।
গতবার পুরুষদের ফাইনাল প্রবল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যুগ্মজয়ী হয়েছিল দুই দল। শনিবারও সেই আশঙ্কা ছিল। বৃষ্টিতে মেয়েদের ফাইনাল ম্যাচের দ্বিতীয় ইনিংস ব্যাহত হয়। ৫.২ ওভারের বেশি করা যায়নি সেই ম্যাচের দ্বিতীয় ইনিংস। ফয়সালা হয় ডাকওয়ার্থ ল্যুইস নিয়মে। ১৬ রানে ম্যাচ জিতে পরপর দুবার চ্যাম্পিয়ন হয় কলকাতা টাইগার্স।
তবে সন্ধ্যায় ক্রিকেট ঈশ্বর যেন কিছুটা প্রসন্ন হলেন। বৃষ্টি থামল। গোটা ইডেন ঢাকা ছিল প্লাস্টিক কভারে। তার ওপর চালানো হল সুপার সপার। ধীরে ধীরে মাঠের কভার সরল। শুরু হল ম্যাচ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হাওড়া ওয়ারিয়র্স। নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ১৫০/৯। শাকির হাবিব গাঁধী ৩১ রান করেন। সঙ্গে আদিত্য পুরোহিত ৩০ ও অরিন্দম ঘোষ ২৬ রান করেন। মুর্শিদাবাদ কিংসের হয়ে ঋষভ চৌধুরী ১৯ রানে ২ উইকেট নেন। একটি করে উইকেট সক্ষম চৌধুরী, তৌফিক উদ্দিন মণ্ডল, বিকাশ সিংহ ও অনিকেত সিংহের।
১৫১ রান তাড়া করতে নেমে ৩৩ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তন্ময় প্রামাণিক। তাতেও শেষরক্ষা হয়নি। ২০ ওভারে ১৪১/৮ স্কোরে আটকে যায় মুর্শিদাবাদ কিংস। বল হাতে হাওড়ার জয়ের নায়ক কণিষ্ক শেঠ (৩-৩৯), সক্ষম শর্মা (২-৩৬), শ্রেয়ান চক্রবর্তী (১-২৫) ও রোহিত (১-১২)।
ম্যাচের সেরার সুদৃশ্য ট্রফি বিতরণ করা হল। ম্যাচের বিরতিতে চোখধাঁধানো আতশবাজি ও লেজার শো-র প্রদর্শনী চলল। তবে তাল কাটল একটা বিষয়েই। এই ইডেনেই ইস্টবেঙ্গল বনাম ভবানীপুর লিগ ফাইনালে তুমুল বিতর্কের পরে সিএবি-র টুর্নামেন্ট কমিটি বৈঠক করে জানিয়েছিল, অভিযুক্ত আম্পায়ারদের কোনও টুর্নামেন্টের সেমিফানাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ করতে দেওয়া হবে না। যদিও বেঙ্গল প্রো টি-২০ লিগের ফাইনাল করালেন সেই ম্যাচের অন্যতম দুই আম্পায়ার।




















