Bengal Pro T20: বেঙ্গল প্রো টি-২০-তে খলনায়ক বৃষ্টি, ভেস্তে গেল দুই ম্যাচ, জয় হাওড়া ও রাঢ় টাইগার্সের
Eden Gardens: মহিলাদের ম্যাচে স্ম্যাশার্স মালদাকে ২৮ রানে হারিয়েছে শ্রাচী রাঢ় টাইগার্স। তবে কলকাতা টাইগার্স বনাম হারবার ডায়মন্ডস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়েছে।
কলকাতা: আশঙ্কা ছিলই। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। বেঙ্গল প্রো টি-২০ (Bengal Pro T20) লিগে থাবা বসাল বৃষ্টি। বৃহস্পতিবার মহিলাদের দুটি ম্যাচ করা গেলেও পুরুষ বিভাগে একটি ম্যাচের ফয়সালা হল ডাকওয়ার্থ লুইস নিয়মে। আর রাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তেই গেল। দুই দলের মধ্যে ভাগাভাগি হয়ে গেল পয়েন্ট।
ভরা বর্ষায় এমন একটি টুর্নামেন্ট আয়োজন করলে তা সুষ্ঠুভাবে শেষ করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন ছিলই। তবে সিএবি কর্তারা জানিয়েছিলেন, টুর্নামেন্টের প্রথম বছর আর কোনও সময় বার করা সম্ভব ছিল না। টুর্নামেন্টের শুরুর দিকের ম্য়াচগুলিতে সমস্যা হয়নি। দেরিতে বর্ষা ঢোকায় একটি ম্যাচ ভিন্ন বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারেনি সেভাবে।
তবে বৃহস্পতিবার দুপুর গড়াতেই কলকাতার আকাশ কালো করে এল। ভরদুপুরেই যেন সন্ধ্যা। বেঙ্গল প্রো টি-২০ লিগে পুরুষদের বিভাগে ইডেনে এদিন দুপুরের ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স (Adamas Howrah Warriors) ও সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স (Servotech Siliguri Strikers)। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হাওড়া। বৃষ্টির জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় ১১ ওভার প্রতি ইনিংস। প্রথমে ব্যাট করে শিলিগুড়ি স্ট্রাইকার্স ১১ ওভারে ৬ উইকেটে ৯৪ রান তোলে। ২৫ বলে সর্বোচ্চ ৪৪ রান করে ঋত্বিক রায়চৌধুরী। ৩০ বলে ৪২ রান করেন অঙ্কুর পাল। হাওড়ার হয়ে সক্ষম চৌধুরী ৪ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৭.৪ ওভারে হাওড়ার স্কোর যখন ৭৪/২, ফের বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। প্রমোদ চান্ডিলা ২৭ রান করেন। ডাকওয়ার্থ লুইস নিয়মে ৬ রানে ম্য়াচ জেতে হাওড়া। ম্যাচের সেরা হন প্রমোদ।
তবে সন্ধ্যার ম্যাচ বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে যায়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল রশ্মি মেদিনীপুর উইজার্ডস (Rashmi Medinipur Wizards) ও মুর্শিদাবাদ কিংস (Murshidabad Kings)। দুই দলকে এক পয়েন্ট করে দেওয়া হয়েছে।
মহিলাদের ম্যাচে সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে ২৮ রানে হারিয়েছে শ্রাচী রাঢ় টাইগার্স। তবে লাক্স শ্যাম কলকাতা টাইগার্স বনাম হারবার ডায়মন্ডস ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায়। দুই দলকেই এক পয়েন্ট করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জিতেও প্রতিপক্ষকে সম্মান, জার্মানিতে ফুটবল উন্মাদনার বিরল ছবি দেখে মুগ্ধ বঙ্গসন্তান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।