Ranji Trophy: ঋত্বিক ওপেনার! রঞ্জিতে বাংলার মরণ-বাঁচন ম্যাচে দুই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারের অভিষেক
Bengal vs Haryana: হরিয়ানা, যারা ৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি-র শীর্ষে। বাংলার ঝুলিতে সেখানে ৫ ম্যাচে ১৪ পয়েন্ট।

সন্দীপ সরকার, কলকাতা: মরণ-বাঁচন ম্যাচ। রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউট পর্বে যেতে হরিয়ানার বিরুদ্ধে জিততেই হবে বাংলাকে। সেই হরিয়ানা, যারা ৫ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি-র শীর্ষে। বাংলার ঝুলিতে সেখানে ৫ ম্যাচে ১৪ পয়েন্ট।
কল্যাণীতে হরিয়ানার বিরুদ্ধে সেই ম্যাচের আগে একাদশে বড় চমক দিতে চলেছে বাংলা। একসঙ্গে অভিষেক হতে চলেছে দুই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারের। বিশাল ভাটি ও অঙ্কিত চট্টোপাধ্যায়। এঁদের মধ্যে অঙ্কিত বাঁহাতি স্পিনার, ব্যাটের হাতও বেশ ভাল। বাংলার অনূর্ধ্ব ১৯ দলের হয়ে প্রচুর রান করেছেন। অঙ্কিত ডানহাতি ওপেনার। তিনিও বয়সভিত্তিক ক্রিকেটে প্রচুর রান করে এসেছেন। হরিয়ানার বিরুদ্ধে ডু অর ডাই পরিস্থিতিতে দুই তরুণ তুর্কির ওপর ভরসা রাখছে বাংলা শিবির।
তবে চমকের এখানেই শেষ নয়। কল্যাণীতে বাংলার হয়ে ইনিংস ওপেন করতে পারেন স্পিনার অলরাউন্ডার ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। যিনি এক সময় রঞ্জি ট্রফির হরিয়ানা ম্যাচের দলেই ছিলেন না। পরে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এবার তাঁকে সরাসরি ওপেন করতে নামিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও বাংলার হয়ে তো বটেই, ক্লাব ক্রিকেটেও ঋত্ত্বিক কোনওদিন ওপেন করেছেন কি না, কেউ মনে করতে পারছেন না। তবু ঝুঁকি নিতে চাইছে বাংলা শিবির।
হরিয়ানা ম্য়াচের আগে বড় ধাক্কা বলতে, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় বাংলা পাচ্ছে না সুদীপ চট্টোপাধ্যায়কে। ত্রিপুরা ছেড়ে বাংলায় ফেরার পর যিনি রঞ্জি ট্রফিতে ওপেনার হিসাবে নতুন ইনিংস শুরু করেছেন। রানও পেয়েছেন। তবে বিজয় হাজারে ট্রফিতে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। অভিমন্যু ঈশ্বরণ বাংলা দলে ফিরলেও স্থানীয় ক্রিকেট খেলতে গিয়ে আঙুল ভেঙেছে তাঁর। ফলে তাঁকেও হরিয়ানার বিরুদ্ধে পাচ্ছে না বাংলা। তাই হরিয়ানার বিরুদ্ধে নতুন ওপেনিং জুটি - অঙ্কিত ও ঋত্ত্বিককে দেখা যেতে পারে।
ইডেনে ভারত বনাম ইংল্যান্ড টি-২০ ম্যাচ থাকায় বাংলার খেলা পড়েছে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে। যে মাঠের পিচ পেসারদের বাড়তি সাহায্য করে। ফলাফল হওয়ার সম্ভাবনাও বেশি। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল কল্যাণী থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে বললেন, 'আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না। ভাল ম্যাচ হবে। দলের সকলে মাঠে নামতে তৈরি। সবাই জানে মাঠে কী প্রয়োজন। সেই অনুযায়ী খেলতে হবে। আমরা ইতিবাচক থাকছি।'
আরও পড়ুন: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সূর্যকুমারের, দলে বিরাট চমক ভারতের




















