India vs England Toss Update: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সূর্যকুমারের, দলে বিরাট চমক ভারতের
Eden Gardens: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সূর্যকুমার যা বললেন, শুনে হতবাক সকলে। মহম্মদ শামিকে বাদ দিয়েছে ভারত। ঘরের মাঠে ডানহাতি পেসারের প্রত্যাবর্তন আটকে গেল।

সন্দীপ সরকার, কলকাতা: যে দল টস জিতবে, প্রথমে ফিল্ডিং করে নিতে চাইবে, জানা কথা। ইডেনে যে পরিমাণ শিশির পড়ছে, তাতে পরে ফিল্ডিং করার ঝুঁকি নেবে না কোনও দলই।
কিন্তু টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর সূর্যকুমার যা বললেন, শুনে হতবাক সকলে। মহম্মদ শামিকে একাদশে রাখেনি, বাদ দিয়েছে ভারত। ঘরের মাঠে ডানহাতি পেসারের প্রত্যাবর্তন আটকে গেল। প্রথম একাদশে বিরাট চমক ভারতের।
১৪ মাস পর গোড়ালি ও হাঁটুর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন শামি। তিনি মেন ইন ব্লু-র হয়ে শেষ খেলেছিলেন ২০২৩ সালের ১৯ নভেম্বর। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে। ভারত বিশ্বকাপ না জিতলেও টুর্নামেন্টের সেরা বোলার হয়েছিলেন শামিই।
তবে তারপরই গোড়ালির চোটে কাবু হয়ে পড়েন। তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয়েছিল। ফিট হয়ে ওঠার পর ফের হাঁটুর সমস্যায় জর্জরিত হন শামি। তবে ফিট হয়ে তিনি মাঠে ফিরেছেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন। তারপর তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ ও ওয়ান ডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়।
মনে করা হয়েছিল, যে মাঠে খেলে শামির উত্থান, সেই ইডেন গার্ডেন্সেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাবেন শামি। কিন্তু বুধবার বাংলার পেসারকে খেলাচ্ছে না টিম ইন্ডিয়া। প্রথম একাদশে প্রধান পেসার হিসাবে রাখা হয়েছে শুধু অর্শদীপ সিংহকে। সঙ্গে পেসার অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্য ও নীতীশ কুমার রেড্ডি। পাশাপাশি তিন স্পিনার খেলাচ্ছে ভারত। অক্ষর পটেল, রবি বিষ্ণোই ও বরুণ চক্রবর্তী।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সাল থেকে ইডেনে টি-২০ ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে ৩ ম্যাচে। পরে ব্যাটিং করা দল জিতেছে চার ম্যাচে। তবে ইডেনে শিশির আতঙ্কে যে পরে ফিল্ডিং করার ঝুঁকি নেবে না ভারত, অনুমেয়। কিন্তু যেটা অনুমান করা যায়নি, তা হল শামিকে একাদশের বাইরে রাখা হবে।
তারকা পেসাকে নিয়ে কী ভাবছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট? ধোঁয়াশা থেকে গেল।
ভারতের একাদশ
সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, নীতীশ কুমার রেড্ডি, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ ও বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ডের একাদশ
বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসন, জোফ্রা আর্চার, আদিল রশিদ ও মার্ক উড।
আরও পড়ুন: ইডেনে অভিনব ঘটনা! এ দৃশ্য আগে কখনও দেখেছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
