Bengal vs Rajasthan: শামির আগুনে স্পেলের পর ব্যাটে তাণ্ডব অভিষেকের, সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউটে বাংলা
BCCI Domestic: দীপক হুডা থেকে শুরু করে মহীপাল লোমরর, দীপক চাহার, রাহুল চাহার, কমলেশ নাগরকোটির মতো আইপিএল খেলা একাধিক পরিচিত মুখ রয়েছে রাজস্থান দলে। সেই প্রতিপক্ষকে কার্যত হেলায় হারাল বাংলা।
কলকাতা: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে (Syed Mushtaq Ali T20) গতবার অসমের কাছে অভাবনীয়ভাবে হেরে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাকে। সেই আক্ষেপ যেন এবার সুদে আসলে মিটিয়ে নিতে বদ্ধপরিকর বাংলা ক্রিকেট দল। তারকাসমৃদ্ধ রাজস্থানকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৭ উইকেটে হারিয়ে দিলেন শামিরা। তবে অন্যদিকে সৌরাষ্ট্র জিতে রান রেটে এগিয়ে যাওয়ায় বাংলাকে প্রি কোয়ার্টার ফাইনালে আগামী ৯ তারিখ খেলতে হবে। তবে প্রতিপক্ষ কে হয়, সেটাই দেখার।
বাংলার জয়ের নেপথ্যে বল হাতে দাপুটে পারফরম্যান্স মহম্মদ শামির। ব্যাটে নায়ক অভিষেক পোড়েল। রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাজস্থান নির্ধারিত ২০ ওভারে তোলে ১৫৩/৯। ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তিন উইকেট শামির। ডানহাতি পেসার ৩৬০ দিন পরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। রঞ্জি ট্রফিতে খেলেছিলেন মধ্য প্রদেশের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টেস্ট দলে রাখা হয়নি শামিকে। তাঁর ফিটনেস আরও একটু যাচাই করে নিতে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে খেলতে বলা হয়েছিল শামিকে।
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা
বল হাতে তিনি যে ছন্দে রয়েছেন, বৃহস্পতিবার ফের একবার তা প্রমাণ করলেন শামি। তিন উইকেট নেওয়ার পাশাপাশি তাঁর বাউন্সার দীপক চাহারের হেলমেটে আছড়ে পড়ল। ২টি করে উইকেট নিয়েছেন সায়ন ঘোষ ও শাহবাজ আমেদ। এক উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়ের।
১৫৪ রান তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ বাংলার। দিল্লি ক্যাপিটালস রিটেন করেছে অভিষেক পোড়েলকে। চন্দননগরের উইকেটকিপার-বাঁহাতি ব্যাটার এদিন ইনিংস ওপেন করতে নেমে ৪৮ বলে ৭৮ রানের জোড়ো ইনিংস খেললেন। করণ লাল রান পাননি। তবে ৪৫ বলে অপরাজিত ৫০ রান করেন অধিনায়ক সুদীপ কুমার ঘরামি।
দীপক হুডা থেকে শুরু করে মহীপাল লোমরর, দীপক চাহার, রাহুল চাহার, কমলেশ নাগরকোটির মতো আইপিএল খেলা একাধিক পরিচিত মুখ রয়েছে রাজস্থান দলে। সেই প্রতিপক্ষকে কার্যত হেলায় হারাল বাংলা। এ গ্রুপে ৭ ম্যাচে ২৪ পয়েন্ট হল লক্ষ্মীরতন শুক্লর ছেলেদের।
সৈয়দ মুস্তাক আলি ট্রফির নিয়ম হল, পাঁচ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দুটি করে দল মিলিয়ে মোট দশ দল নক আউটে যাবে। এর মধ্যে পয়েন্টের নিরিখে প্রথম ছয় দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে। বাকি চার দল নিজেদের মধ্যে প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে। সৌরাষ্ট্র এদিন ত্রিপুরার বিরুদ্ধে ৩৯ বল বাকি থাকতেই ৪ উইকেট ম্য়াচ জিতে নিয়ছিল অন্য ম্য়াচে। যার ফলে পয়েন্ট সমান হলেও রান রেটের বিচারে বাংলা পিছিয়ে সাত নম্বরে চলে এসেছে। ফলে তাঁদের খেলতে হবে প্রি কোয়ার্টার ফাইনাল।