Border Gavaskar Trophy: দ্বিতীয় টেস্টে ফিরোজ শাহ কোটলায় হতে পারে গুচ্ছ গুচ্ছ রেকর্ড
Border Gavaskar Trophy 2023: রবীন্দ্র জাডেজা ৬২টি টেস্টে খেলেছেন এখনও পর্যন্ত। এরমধ্যেই দু হাজারের বেশি রান ও আড়াইশো উইকেটেপ মাইলস্টোন ছুঁতে চলেছেন।
নয়াদিল্লি: আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট। নয়াদিল্লি ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হবে। প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার দ্বিতীয় টেস্টেও জয়ের লক্ষ্যে নামবে রোহিত বাহিনী। অন্য়দিকে সমতা ফেরাতে মরিয়া থাকবে অজি শিবির। দ্বিতীয় টেস্টে কোটলার ২২ গজে গুচ্ছ গুচ্ছ রেকর্ড হতে পারে। -
কী কী রেকর্ড হতে পারে দ্বিতীয় টেস্টে?
১. আর মাত্র ১ উইকেট পেলেই টেস্টে ২৫০ উইকেটের মালিক হয়ে যাবেন রবীন্দ্র জাডেজা। ভারতের দ্রুততম পঞ্চম বোলার হিসেবে এই নজির গড়বেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। এর আগে অশ্বিন ৪৫ টেস্টে এই নজির গড়েছিলেন। এর আগে কুম্বলে (৫৫), বেদি (৬০), হরভজন সিংহ (৬১) টেস্ট খেলেছিলেন আড়াইশো উইকেট নিতে।
২. রবীন্দ্র জাডেজা ৬২টি টেস্টে খেলেছেন এখনও পর্যন্ত। এরমধ্যেই দু হাজারের বেশি রান ও আড়াইশো উইকেটেপ মাইলস্টোন ছুঁতে চলেছেন। অশ্বিনের পর দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়বেন।
৩. আর মাত্র ২ টো উইকেট পেলেই টেস্টে ৫০ উইকেটের মালিক হবেন অক্ষর পটেল। দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়বেন অক্ষর। সামনে অশ্বিন(৯)।
৪. আর মাত্র ৩ উইকেট পেলেই অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০০ উইকেট নেওয়ার নজির গড়বেন অশ্বিন।
৫. আরও একবার ইনিংসে ৫ উইকেট পেলেই কুম্বলেকে (২৫) টপকে ঘরের মাঠে সর্বাধিক ২৬ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেবেন অশ্বিন।
৬. আর ৫ উইকেট পেলেই বর্ডার-গাওস্কর ট্রফিতে ১০০ উইকেটের মালিক হবেন নাথান লিঁয়। দ্বিতীয় সেরা অজি বোলার ব্রেট লি (৫৩)
৭. আর ৭৩ রান করলেই টেস্টে রানের বিচারে এবি ডিভিলিয়ার্স(৮,৭৬৫) ও ভিভিএস লক্ষ্মণকে (৮৭৮১) টপকে যাবেন স্টিভ স্মিথ। প্রথম কুড়িতেও চলে আসবেন অজি সহ অধিনায়ক।
৮. আর ১০০ রান করলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ২ হাজার রান পূরণ করবেন চেতেশ্বর পূজারা।
ক্রমতালিকায় উন্নতি জাডেজা, অশ্বিনের
টেস্ট ক্রমতালিকায় তুমুল উন্নতি করলেন ভারতীয় ক্রিকেট দলের ২ অভিজ্ঞ সদস্য রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বোলারদের ক্রমতালিতায় দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। অন্য়দিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন জাডেজা। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে ২ জনেই দলের জয়ে মূল ভূমিকা নিয়েছেন। ২ স্পিনার মিলে মোট ১৫ উইকেট নিয়ে নিয়েছেন। ভারতও ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নেয় প্রথম টেস্টে।