Jasprit Bumrah Record: দরকার মাত্র ৯ উইকেট, বক্সিং ডে টেস্টেই কি বিশ্ব ক্রিকেটের নতুন মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বুমরা?
IND vs AUS: ব্রিসবেনে তৃতীয় টেস্টে ৯ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। এবার চতুর্থ টেস্টে মেলবোর্নেই নতুন মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে বুমরার সামনে।
মেলবোর্ন: বর্ডার গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) চতুর্থ টেস্ট মেলবোর্নে। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট (Boxing Day Test)। চলতি সিরিজে এখনও পর্যন্ত বোলারদের তালিকায় সর্বাধিক উইকেট নিয়েছেন বুমরা। এখনও পর্যন্ত ২১ উইকেট নিয়েছেন ভারতীয় তারকা পেসার। ব্রিসবেনে তৃতীয় টেস্টে ৯ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। এবার চতুর্থ টেস্টে মেলবোর্নেই নতুন মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে বুমরার সামনে।
মেলবোর্ন টেস্টে আর ৯ উইকেট নিলেই চলতি ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে মোট ৩০ উইকেট ঝুলিতে পুরে নেবেন বুমরা। সেক্ষেত্রে বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির গড়বেন এই ভারতীয় পেসার। এছাড়া অবশ্য বর্ডার গাওস্কর ট্রফির এক মরশুমে ৩০ উইকেট নেওয়ার নজির প্রথম গড়েছিলেন হরভজন সিংহ। ২০০০-২০০১ মরশুমের বর্ডার গাওস্কর ট্রফিতে হরভজন মোট ৩২ উইকেট ঝুলিতে পুরেছিলেন। সেই সিরিজে ইডেন গার্ডেন্সে প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন হরভজন।
২০১২-১৩ বর্ডার গাওস্কর ট্রফির মরশুমে রবিচন্দ্রন অশ্বিন মোট ২৯ উইকেট ঝুলিতে পুরেছিলেন। ২০১১-১২ মরশুমে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার বেন হিলফেনাস ২৭ উইকেট নিয়েছিলেন। ২০০৪-২৫ মরশুমের বর্ডার গাওস্কর ট্রফিতে অনিল কুম্বলে মোট ২৭ উইকেট নিয়েছিলেন। রবিচন্দ্রন অশ্বিন ২০২২-২৩ মরশুমে ২৬ উইকেট নিয়েছিলেন।
ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে শেষ উইকেটে বুমরাকে ক্রিজে সঙ্গ দিতে আকাশ দীপ যখন ব্যাট হাতে নামেন, তখন ভারতের স্কোর ২১৩ রান। দিনের শেষে দশম উইকেটে দুই ব্যাটার ৩৯ রান যোগ করে অপরাজিত অবস্থাতেই সাজঘরে ফেরেন। এটা কিন্তু গাব্বায় দশম উইকেটে ভারতের সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। সেই অর্থে আকাশদীপ ও বুমরা কিন্তু ব্রিসবেনে ইতিহাস গড়লেন। বিগত চার বছরে শেষ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চও বটে। বুমরা ও মহম্মদ সিরাজের বিলেতের মাটিতে ৫০ রানের পার্টনারশিপ এই তালিকায় সর্বোচ্চ।
আকাশদীপ এই দিন ২৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। এটি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ভারতীয় ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। গ্লেন ম্যাকগ্রা ও জশ হ্যাজেলউডের পর গাব্বায় এটি কোনও দলের ১১ নম্বর ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রানও বটে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।