Border-Gavaskar Trophy: মাঠেই নামতে পারলেন না রোহিতরা, বৃষ্টিতে পুরোপুরি ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন
PM’s XI v India: রবিবার পরিবর্তিত পরিস্থিতিতে খেলা হবে ভারত বনাম প্রধানমন্ত্রী একাদশের ম্যাচটি।
ক্যানবেরা: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি ভারতীয় দল। তবে দিনরাতের দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে আজ থেকেই দুইদিনব্যাপী একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের প্রথম দিন সম্পূর্ণ ভেস্তে গেল।
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস অবধি করা যায়নি। দুর্ভাগ্যবশত প্রথম দিনে হেগলি ওভালে এক বলও গড়াল না। সম্পূর্ণভাবে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। প্রস্তুতি সারতে তাই রবিবার দ্বিতীয় দিন পরবর্তিত সময়ে ম্যাচ শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে আপডেটও দেওয়া হয়। দুই দলই ৫০ ওভার করে খেলবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'মেনুকা ওভালে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল করা হল। কাল রবিবার সকাল ৯টা ১০ থেকে খেলা শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী ৮.৪০ নাগাদ টস আয়োজিত হবে। দুই দলই ৫০ ওভার করে খেলবে বলে রাজি হয়েছে।'
Update: PM’s XI v India - Manuka Oval
— BCCI (@BCCI) November 30, 2024
Play has been abandoned for Day 1 and will resume tomorrow (Sunday) at 9:10 am IST. Coin toss will be at 8:40 am IST.
Teams have agreed to play 50 overs per side.#TeamIndia pic.twitter.com/qb56K8dtX0
আরও পড়ুন: জনপ্রিয়তা বাড়াতে অপরিহার্য শাহরুখ খান, IPL-র সঙ্গে 'কিং খান'-কে জুড়তে মরিয়া ছিলেন মোদি!