Border-Gavaskar Trophy: রোহিতের প্রত্যাবর্তনেই কি বাদ পড়বেন রাহুল? অ্যাডিলেডে কার ওপেন করা উচিত, মতামত জানালেন পূজারা
Rohit Sharma: সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেননি রোহিত শর্মা।
নয়াদিল্লি: স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি। তবে পারথ টেস্টে চলাকালীনই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) অজ়িভূমে পৌঁছে যান। অ্যাডিলেডে সিরিজ়ের দ্বিতীয় টেস্টে রোহিতের ভারতীয় একাদশে সামিল হওয়া নিশ্চিত। কিন্তু এর জেরেই ভারতীয় ম্যানেজমেন্টের সামনে একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। কার জায়গায় রোহিতকে খেলানো হবে?
কেএল রাহুল (KL Rahul) পারথে দুই ইনিংসেই বেশ চ্যালেঞ্জিং পরিবেশে দুরন্ত পারফর্ম করেন। প্রথম ইনিংসে খানিক বিতর্কিতভাবে আউট হওয়ার আগে পর্যন্ত তাঁকে বেশ ছন্দে দেখাচ্ছিল। আর দ্বিতীয় ইনিংসে তো যশস্বী জয়সওয়ালের সঙ্গে ঐতিহাসিক পার্টনারশিপ গড়ে ফেলেন তিনি। খেলেন ৭৭ রানের ইনিংস। এরপরেই প্রশ্ন উঠছে যে এহেন পারফরম্যান্সের পরেও রাহুলকে কি দল থেকে বাদ দেওয়া যুক্তিযুক্ত? এই সমস্যা সমাধানের পথ বাতলে দিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)।
পূজারার মতে ভারতকে একই ওপেনিং পার্টনারশিপে খেলা চালিয়ে যাওয়া উচিত। তবে যদি একান্তই রোহিত ওপেন করতে চান সেক্ষেত্রে রাহুলকে তিনে ব্যাট করা উচিত। তিনি বলেন, 'আমার মতে যদি আমরা একই ব্যাটিং লাইন আপ বজায় রাখি। মানে কেএল আর যশস্বী ওপেন করল, তখন সেক্ষেত্রে রোহিত তিনে এবং শুভমন পাঁচ নম্বরে ব্যাট করতে পারে। আর যদি রোহিত ওপেন করতে চায়, তাহলে কেএলের তিনে ব্যাট করা উচিত। এর পরে তো কোনওমতেই নয়। আমার মতে ওর টপ অর্ডারেই খেলা উচিত। ওর খেলার ধরনই তো ওরকম। সেটা নিয়ে বেশি ঘাটাঘাটির কোনও প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না।'
প্রসঙ্গত, অ্যাডিলেড টেস্টের আগে ভারতীয় দলের শনিবার থেকে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। সেই ম্যাচ রোহিতের খেলার কথা। এই ম্যাচ দেখেই অ্যাডিলেডে কী হতে পারে, তা খানিক আন্দাজ করা যেতে পারে। তবে ম্যাচের প্রথম দিন তো সম্পূর্ণ ভেস্তেই গেল।
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস অবধি করা যায়নি। দুর্ভাগ্যবশত প্রথম দিনে হেগলি ওভালে এক বলও গড়াল না। সম্পূর্ণভাবে ভেস্তে গেল প্রথম দিনের খেলা। প্রস্তুতি সারতে তাই রবিবার দ্বিতীয় দিন পরবর্তিত সময়ে ম্যাচ শুরু হবে বলে বিসিসিআইয়ের তরফে আপডেটও দেওয়া হয়। দুই দলই ৫০ ওভার করে খেলবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'মেনুকা ওভালে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতের ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল করা হল। কাল রবিবার সকাল ৯টা ১০ থেকে খেলা শুরু হবে। ভারতীয় সময় অনুযায়ী ৮.৪০ নাগাদ টস আয়োজিত হবে। দুই দলই ৫০ ওভার করে খেলবে বলে রাজি হয়েছে।'
আরও পড়ুন: জয় শাহের উপস্থিতিতে প্রকাশ্যে ভারতীয় দলের নতুন ওয়ান ডে জার্সি