India vs Australia: অজ়িদের হারিয়েই স্ত্রীর উদ্দেশে 'ফিস্ট পাম্প', ভাইরাল বিরাট-অনুষ্কার মিষ্টি মুহূর্তের ভিডিও
Virat Kohli: অজ়িদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বিরাট কোহলির ৮৪ রানের ইনিংসই ভারতীয় দলকে জয় এনে দেয়।

দুবাই: বিরাট কোহলি ((Virat Kohli)) নিজের আবেগকে যে কখনই খুব একটা চেপে রাখেন না, সেই বিষয়ে মোটামুটি সকলেই অবগত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় দল শক্তগাঁট অস্ট্রেলিয়াকে (IND vs AUS) পরাজিত করার পরে কোহলির উচ্ছ্বাস ছিল দেখার মতো। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সেমিফাইনাল ম্যাচে এই জয়ের পরেই স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে কোহলির এক আবেগঘন মুহূর্ত বেশ ভাইরাল হয়েছে।
কোহলি যখন ব্যাট হাতে বীরবিক্রমে অজ়ি বোলারদের বিপাকে ফেলছেন, তখন গর্বিত স্ত্রী অনুষ্কা স্ট্যান্ডে বসে তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন। 'কিং কোহলি' ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে না পারলেও অজ়িদের বিরুদ্ধে তাঁর ৮৪ রানের ইনিংস ভারতীয় দলের জয়ের ভিত গড়ে দেয়। এরপর ম্যাচ শেষ হলে স্বাভাবিকভাবেই সৌজন্য বিনিময়ের জন্য সাজঘর সেরে মাঠে ফিরে আসেন কোহলি। সেই ফাঁকেই স্ট্যান্ডে অনুষ্কাকে দেখে তাঁর উদ্দেশে 'ফিস্ট পাম্প' করেন কোহলি। তারকাজুটির মধ্য়েকার এই মিষ্টি মুহূর্তই নেটিজেনদের মনে ধরেছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়।
Virat Kohli's reaction to Anushka Sharma after the Victory🥹🧿❤️ pic.twitter.com/wKCG9beLgX
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) March 4, 2025
ভারতীয় দল যখন দোরগোড়ায়, তখনও সাজঘরে উপস্থিত কোহলিকে বেশ খোশমেজাজে দেখা যায়। চাপ কাটিয়ে জয় মোটামুটি নিশ্চিত হতেই ভারতীয় সাজঘরের দৃশ্যটা বদলে যায়। প্রতিটি শটের সঙ্গে আরও বেশি বেশি উৎফুল্ল দেখায় বিরাট কোহলিকে । ম্যাচের শেষবেলায় হার্দিক পাণ্ড্য বড় শট মারতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফেরায় তাঁকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান বিরাট কোহলি। এরপরেই রবীন্দ্র জাডেজা মাঠে নামলে খানিক দূরে বসে থাকা রোহিত শর্মার উদ্দেশে কোহলিকে বলতে শোনা যায়, 'ও তো ছক্কাই মারতে যাচ্ছে।'
যেমন কথা তেমনই কাজ। কেএল রাহুল গ্লেন ম্যাক্সওয়েলের বলে এক অনবদ্য ছক্কা হাঁকিয়ে চার উইকেটে ভারতীয় দলের জয় সুনিশ্চিত করেন। রাহুলের শট স্ট্যান্ডে আছড়ে পড়তেই গোটা ভারতীয় সাজঘর উচ্ছ্বাসে লাফিয়ে উঠে। বিরাট, রোহিত, হার্দিকরাও একে অপরকে জড়িয়ে ধরেন। দুরন্ত ইনিংসের জেরে বিরাটকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। ইতিমধ্যে এই টুর্নামেন্টে একটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের এক অনবদ্য ইনিংস তাঁর ফর্মের থাকারই পরিচয়। ভারতীয় দর্শকরা কিন্তু ফাইনালেও কোহলির থেকে এমন পারফরম্যান্সের আশায় থাকবেন।
আরও পড়ুন: ফিটনেস নিয়ে উদ্বেগ অতীত, কোন সাফল্যমন্ত্রে চ্যাম্পিয়ন্স ট্রফি কাঁপাচ্ছেন মহম্মদ শামি?




















