Champions Trophy 2025: ভারতীয় দলে স্বজনপোষণ! বাংলাদেশ ম্যাচে অর্শদীপ বাদ পড়তেই সমালোচনার ঝড়
India vs Bangladesh: বৃহস্পতিবার টসের পরই সকলে চমকে ওঠেন অধিনায়ক রোহিত শর্মার কথায়। রোহিত জানিয়ে দেন, অর্শদীপ খেলছেন না। মহম্মদ শামির সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন হর্ষিত রানা।

দুবাই: ভারতীয় ক্রিকেট দলেও স্বজনপোষণ!
আলোচনা শুরু হয়ে গেল বৃহস্পতিবার । যেদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) অভিযান শুরু করল ভারত । আর সেই ম্যাচে ভারতের একাদশে রাখা হল না অর্শদীপ সিংহকে ।
সেই অর্শদীপ, যিনি ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম কাণ্ডারি । বোলার হিসাবে যিনি অবিশ্বাস্য উন্নতি করেছেন । শুধু নতুন বলে নয়, পুরনো বলে ডেথ ওভারেই ভীষণই কার্যকরী ভূমিকা নেন । যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে অনেকেই মনে করছিলেন যে, অর্শদীপই হতে পারেন প্রথম একাদশে ভারতের বাজি । মহম্মদ শামির সঙ্গে তাঁকেই হয়তো দেখা যাবে জোরে বোলিং বিভাগ সামলাতে ।
কিন্তু বৃহস্পতিবার টসের পরই সকলে চমকে ওঠেন অধিনায়ক রোহিত শর্মার কথায় । রোহিত জানিয়ে দেন, অর্শদীপ খেলছেন না । মহম্মদ শামির সঙ্গে দ্বিতীয় পেসার হিসাবে খেলছেন হর্ষিত রানা ।
সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে যায় ।
কলকাতা নাইট রাইডার্সে খেলে হর্ষিতের উত্থান । যে দলে মেন্টর হিসাবে গত মরশুমে ছিলেন গৌতম গম্ভীর । গুরু গম্ভীরের অত্যন্ত প্রিয় পাত্র কেকেআর পেসার । কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্যও তিনি । এর আগেও হর্ষিতকে সুযোগ দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন গম্ভীর ।
আরও পড়ুন: তাঁর জন্যই সতীর্থের রেকর্ড হাতছাড়া! মাঠেই হাত জোড় করে ক্ষমা চাইলেন রোহিত
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক ১৫ জনের দলে ছিলেন না হর্ষিত । তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ান ডে সিরিজের দলে বুমরার বিকল্প হিসাবে দলে নেওয়া হয়েছিল । মনে করা হয়েছিল, বুমরা হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধেই অন্তত একটি ম্যাচ খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে । কিন্তু শেষ পর্যন্ত বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যান ।
Our Playing XI for #BANvIND 👊
— BCCI (@BCCI) February 20, 2025
Updates ▶️ https://t.co/ggnxmdG0VK#TeamIndia |#ChampionsTrophy pic.twitter.com/pKwRfCt2MR
তাঁর পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে নেওয়া হয়েছিল হর্ষিতকে । এবার তাঁকে একাদশে খেলিয়েও দেওয়া হল ।
প্রশ্ন উঠছে, গুরু গম্ভীরের প্রিয়পাত্র হওয়াতেই কি অর্শদীপের চেয়েও এগিয়ে গেলেন হর্ষিত?
আরও পড়ুন: ৩২১ তাড়া করতে নেমে ৫২ ডট বল! ভারতের বিরুদ্ধে মহারণের আগে বাবর আজমকে নিয়ে ঝড়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
