Champions Trophy 2025: লাহৌরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে অজ়িদের জাতীয় সঙ্গীতের বদলে বেজে উঠল জনগণমন
AUS vs ENG: জস বাটলারদের জাতীয় সংগীত সঠিকভাবেই বাজে। তবে এরপরে স্টিভ স্মিথদের জাতীয় সংগীতের বদলে স্টেডিয়ামে বেজে উঠে ভারতীয় জাতীয় সংগীত 'জনগণমন'।

লাহৌর: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় দলের পতাকা অবধি ছিল না। সেই নিয়ে বিস্তর বিতর্কও হয়। আবার সেই পাকিস্তানেরই আরেক স্টেডিয়ামে হঠাৎই বেজে উঠল ভারতীয় দলের জাতীয় সঙ্গীত। ঘটনাটি ঘটে শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ ম্যাচ শুরুর আগে।
শনিবার নবনির্মিত গদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ম্যাচে টসের পর খেলা শুরুর ঠিক আগে নিয়ম করে দুই প্রতিযোগী দলের জাতীয় সঙ্গীত বাজানো হয়। আজও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া (AUS vs ENG), দুই দলেরই তারকা ক্রিকেটাররা জাতীয় সঙ্গীত গাইতে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। জস বাটলারদের জাতীয় সঙ্গীত সঠিকভাবেই বাজে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। তবে এরপরে স্টিভ স্মিথদের জাতীয় সঙ্গীতের বদলে স্টেডিয়ামে বেজে উঠে ভারতীয় জাতীয় সঙ্গীত 'জনগণমন'।
Yeh kya tha benstokes
— NOYAAN. (@KoitohoonAlt) February 22, 2025
Australia ki jagah india ka anthem laga diya😂 pic.twitter.com/CjSKKcxEGY
দ্রুতই নিজেদের ভুল বুঝে গান বন্ধ করে দেওয়া হয়। তবে সোশ্যাল মিডিয়ার এই যুগে কিছুই কি আর লুকিয়ে রাখা যায়! গোটা বিষয়টি হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ঘটনাটি পাকিস্তানে ঘটায় তা আরও বেশি তাৎপর্যপূর্ণ। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানে ভারত খেলতে যায়নি।টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচগুলি দুবাইয়ে আয়োজিত হচ্ছে। এমনকী রোহিত শর্মা টুর্নামেন্ট শুরুর আগে ক্যাপ্টেনস ফটোশ্যুটে অংশ নিতেও ওপারে যাননি। গোটা প্রোগ্রামটাই তাই বাতিল হয়। করাচি স্টেডিয়ামে বাকি সাত দেশের জাতীয় পতাকা থাকলেও, প্রাথমিকভাবে ভারতীয় পতাকা অনুপস্থিত ছিল। সেখানে এমন পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত বাজা স্বাভাবিকভাবেই সকলকে চমকে দেয়।
এদিন ম্যাচে প্রথমে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ড শুরুতে ব্যাট করতে নেমে ৪৩ রানে দুই উইকেট হারালেও বেন ডাকেট ও জো রুটের ১৫০-র অধিক রানের পার্টনারশিপে ইংল্যান্ড বেশ ভাল জায়গায় পৌঁছে গিয়েছে। বড় রানের দিকে এগোচ্ছে জস বাটলারের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড দু'শো রানের গণ্ডি পার করে গিয়েছে এখনও ১৫ ওভারের অধিক বাকি রয়েছে। ক্রিজে শতাধিক রান করে সেট ডাকেট এখনও ব্যাটিংরত। তিনি টিকে থাকলে ইংল্যান্ড কিন্তু ৩৫০ রানের গণ্ডি পার করে যেতেই পারে।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে কোন চার দল? বেছে নিলেন সৌরভ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
