Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলবে কোন চার দল? বেছে নিলেন সৌরভ
Sourav Ganguly: কোন চার দল সেমিফাইনালে উঠবে? শুক্রবার মধ্য কলকাতার এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল।

সন্দীপ সরকার, কলকাতা: শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। গ্রুপ পর্বে একটি করে ম্যাচ খেলে ফেলেছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড। টুর্নামেন্টের আট দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। দুটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি করে দল সেমিফাইনালে উঠবে।
কোন চার দল সেমিফাইনালে উঠবে? শুক্রবার মধ্য কলকাতার এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) প্রশ্ন করা হয়েছিল। জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক বললেন, 'গ্রুপ এ-তে নিউজ়িল্যান্ড পাকিস্তানকে হারিয়েছে। নিউজ়িল্যান্ড এগিয়ে রয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে দিলে পাকিস্তান টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবে। এই গ্রুপ থেকে ভারত ও নিউজ়িল্যান্ড সেমিফাইনালে যাবে বলেই মনে হচ্ছে।'
সৌরভ আরও বলেন, 'অন্য গ্রুপে, ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, দক্ষিণ আফ্রিকা আছে, আফগানিস্তান রয়েছে। অস্ট্রেলিয়াকে নিয়ে একটু চিন্তিত কারণ, প্যাট কামিন্স নেই, মিচেল স্টার্ক নেই, জশ হ্যাজলউড নেই। ওদের তিনজন ফাস্টবোলার নেই। পাকিস্তানের পাটা পিচে ওদের দারুণ বোলিং করতে হবে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনও দুই দল সেমিফাইনালে যাবে। অস্ট্রেলিয়াকে কখনওই হিসেবের বাইরে রাখা যায় না। যে মানের ক্রিকেট ওরা খেলে, আর যা প্রতিভা রয়েছে দলে, তাতে ওদের ধরতেই হবে। আমি অবাক হব না যদি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা শেষ চারে যায়। গত দুটি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলেছে।'
আরও পড়ুন: ইস্পাত কারখানা কবে তৈরি হচ্ছে? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
বাংলাদেশের বিরুদ্ধে ২২৮ রান তাড়া করতে নেমে বৃহস্পতিবার সমস্যায় পড়েছিল ভারত। তবে শুভমন গিলের ব্যাটে বিপন্মুক্ত হয় ভারত। সৌরভ বলছেন, 'গতকালের ম্যাচে ভারত একটু চাপে ছিল। কিন্তু অক্ষর পটেল পাঁচে নামছে। হার্দিক ছয়ে নামছে। প্রচুর ব্যাটিং আমাদের। আমাদের সিস্টেমের জন্যই ভারতে এত প্রতিভা। অভিষেক শর্মা বিশ্বের যে কোনও দলে সুযোগ পাবে ।'
পাকিস্তানের বিরুদ্ধে কি ভারতের প্রথম একাদশে পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? সৌরভ বলছেন, 'ভারত তিন স্পিনারেই খেলবে। দুবাইয়ের পিচে জাডেজা, অক্ষর, কুলদীপকেই খেলাবে। আমার মনে হয় না ভারত একাদশে পরিবর্তন করবে। হর্ষিত ভাল খেলছে। পাকিস্তান স্পিন ভাল খেলে। ওদের বিরুদ্ধে পেসারদের পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ ।'
আরও পড়ুন: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন, এখন কেমন আছেন সৌরভ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
