Champions Trophy 2025: বিনামূল্যে আফগানদের মেন্টর হতে রাজি, তবে নিজের দেশের দলের দায়িত্ব নিতে অস্বীকার পাক প্রাক্তনীর!
Afghanistan Cricket Team: গত দুই আইসিসি টুর্নামেন্টের মতো এবারেও আয়োজক দেশের প্রাক্তনীকেই মেন্টরের দায়িত্ব দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড।

নয়াদিল্লি: ২০২৩ সালে ভারতীয়ভূমে আয়োজিত ৫০ ওভারের বিশ্বকাপের সময় প্রাক্তনী অজয় জাডেজাকে মেন্টেরের দায়িত্ব দিয়েছিল আফগানিস্তান (Afghanistan Cricket Team)। এবার পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য এক পাক কিংবদন্তিকে মেন্টরের ভূমিকায় নিয়োগ করেছে আফগানরা। কে এই কিংবদন্তি?
তিনি আর কেউ নন, ইউনুস খান (Younis Khan)। আফগানিস্তান চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পারফরম্যান্সে নজর কেড়েছে। অনেকেই মনে করছেন ইউনিস খান অভিজ্ঞ এবং ঘরোয়া পরিবেশ সম্পর্কে অবগত হওয়ায় তিনি আফগানিস্তানের সাফল্যে বড় ভূমিকা পালন করেছে। ইংল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে আফগানরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও লড়াই চালাচ্ছে। অথচ ইউনুসেরই দেশ পাকিস্তান কিন্তু এক ম্যাচও না জিতে টুর্নামেন্ট থেকে ছিটকেই গিয়েছে। পাকিস্তানের আরেক প্রাক্তনী রশিদ লতিফের দাবি ইউনুস নাকি পাকিস্তানের প্রস্তাব নাকচ করে আফগানদের মেন্টর হওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন।
পাকিস্তানের এক টিভি শো-তে লতিফকে বলতে শোনা যায়, 'ইউনুস খান আফগানিস্তানের সঙ্গে কাজ করবে বলে পাকিস্তানকে না বলেছে। এর কারণ অর্থ নয়। এখানে কোনওরকম আর্থিক সুবিধাই পাচ্ছে না ও।' সাম্প্রতিক ধারা বজায় রেখেই ইউনুসকে দায়িত্ব দেওয়া হয় বলে নিয়োগের সময় জানিয়েছিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্তা নাসিব খান। তিনি বলেন, 'পাকিস্তানে যেহেতু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হচ্ছে, তাই আমাদের ওই দেশেরই একজন অভিজ্ঞ ও প্রতিভাবান মেন্টরের প্রয়োজন ছিল। ২০২৩ বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আয়োজক দেশের মেন্টর নিয়োগ করার লাভা আমরা পেয়েছি।'
নাসিব খান কিন্তু একেবারেই সঠিক বলেছেন। শেষ দুই আইসিসি টুর্নামেন্টে কিন্তু বেশ নজরকাড়া পারফর্ম করেছেন রশিদ খানরা। ৫০ ওভারের বিশ্বকাপে ম্যাক্সওয়েলের স্বপ্নের ইনিংসে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া করলেও, গত বছর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশের বিশ্বকাপে শেষ চারে পৌঁছে গিয়েছিল আফগানিস্তান। তাদের সাফল্যের হার সাম্প্রতিক সময়ে পাকিস্তানের থেকেও বেশি। সেই নিয়ে প্রাক্তন আফগান মেন্টর অজয় জাডেজা পাক প্রাক্তনীদের খোঁচা দিতেও ছাড়েননি।
শ্রোতার নাম? ওয়াকার ইউনিস। পাকিস্তানের কিংবদন্তি পেসার। জাডেজার সঙ্গে যাঁর মাঠের দ্বৈরথ বিখ্যাত ছিল। ১৯৯৬ সালের ওয়ান ডে বিশ্বকাপ। বেঙ্গালুরুতে ওয়াকারের বলে ঝড় তুলেছিলেন জাডেজা। তাঁর বিধ্বংসী ইনিংস ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিল। ধারাভাষ্য দেওয়ার ফাঁকে ওয়াকারকে জাডেজা বলেন, 'আফগানিস্তানও তোমার দলের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। আমার বন্ধু, কেউ যদি মনে করে ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয় অঘটন, তারা নিজেদের বোকা প্রমাণিত করছে।'
এবার দেখার অজ়িদের বিরুদ্ধে জিতে আফগানিস্তান আরও এক আইসিসি ট্রফির টুর্নামেন্টে পৌঁছতে পারে কি না।
আরও পড়ুন: উদ্বেগের অবসান ঘটিয়ে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের আগেই অনুশীলনে ফিরলেন ভারতীয় তারকা ব্যাটার




















