KL Rahul And Rishabh Pant: পন্থকে বসিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানো হচ্ছে রাহুলকে! সৌরভ যা বললেন...
Champions Trophy 2025: বিরাট কোহলি প্রথম ম্যাচে রান না পেলেও চিন্তিত নন সৌরভ। বলছেন, 'কোহলি যে মাপের প্লেয়ার, আর ভারতের হয়ে যত রান করেছে, ও নিজেই ওর সমস্যার সমাধান বার করবে।'

সন্দীপ সরকার, কলকাতা: তিনি নিজে আইপিএলে (IPL 2025) দিল্লি ক্যাপিটালসে দীর্ঘদিন কাছ থেকে দেখেছেন ঋষভ পন্থকে (Rishabh Pant)। পন্থের গাড়ি দুর্ঘটনার পর অবিশ্বাস্যভাবে মাঠে ফেরারও অন্যতম সাক্ষী। সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবরই বলে এসেছেন যে, পন্থ ম্যাচ উইনার। যে কোনও দলের সম্পদ।
সেই পন্থকে বসিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটকিপার হিসাবে খেলানো হচ্ছে কে এল রাহুলকে (KL Rahul)। টিম ইন্ডিয়ার স্ট্র্যাটেজিতে কি আপনি অবাক? সৌরভ শুক্রবার এক অনুষ্ঠানে এবিপি আনন্দের প্রশ্ন শুনে বললেন, 'ভারত খুব শক্তিশালী দল। বিশেষ করে ব্যাটিংয়ে। দলে যারা আছে, প্রত্যেকে খেলতে পারে। ঋষভ পন্থ ভাল। কে এল রাহুলও ভাল। রাহুলের ওয়ান ডে ক্রিকেটে রেকর্ড অসাধারণ। সেই জন্যই গৌতম গম্ভীর হয়তো রাহুলকে খেলাচ্ছে। আসলে দুজনের মধ্যে সামান্যই তফাত। খুব কঠিন একজনকে বেছে নেওয়া।'
আপনি ভারতীয় দলের কোচ হলে কাকে একাদশে খেলাতেন? সৌরভ এড়িয়ে গেলেন। হেসে বললেন, 'যে কোচ রেখেছে সেই থাক না। আমি কোচও নই, আমি ভাবিও না। আমি খেলা দেখি। গৌতম গম্ভীর যাকে ঠিক মনে করেছে তাকেই খেলাচ্ছে। দুজনই সমান ভাল।' সৌরভ যোগ করেন, 'রাহুল ও পন্থ ছাড়াও সঞ্জু স্যামসন রয়েছে। অভিষেক শর্মা রয়েছে। সূর্যকুমার যাদব রয়েছে। ভারতে প্রচুর প্রতিভা। যাকেই নেওয়া হবে, সেই পারফর্ম করবে। সদ্য টি-২০ সিরিজে বিরাট, রোহিত, শুভমনকে ছাড়াও ইংল্যান্ডকে ৪-১ হারিয়েছে ভারত। টি-২০ সিরিজে ৩-০ জিতেছে। সাদা বলের ক্রিকেটে ভারতে প্রচুর প্রতিভা। প্রত্যেকে খেলতে পারে। বাঁহাতি অভিষেক শর্মা যেভাবে খেলেছে, তাতে ওর ওয়ান ডে না খেলার কোনও কারণ নেই। নির্বাচকেরা যাকে দলে নেবে, সেই ভাল খেলবে।'
আরও পড়ুন: দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার কবলে পরেছিলেন, এখন কেমন আছেন সৌরভ?
চোট সারিয়ে দলে ফিরেই ফের বল হাতে বিধ্বংসী ছন্দে মহম্মদ শামি। বাংলাদেশের বিরুদ্ধে নিয়েছেন ৫ উইকেট। কেমন দেখলেন শামিকে? সৌরভ বলছেন, 'শামিকে নিয়ে আগেও বলেছি, দুর্দান্ত বোলার। যশপ্রীত বুমরার পাশে শামিকে চাই, শামির পাশে বুমরাকে প্রয়োজন। দুর্ভাগ্যবশত বুমরা এই টুর্নামেন্টের জন্য ফিট নয়। শামি ফিট। বাংলাদেশের বিরুদ্ধে ওর পাঁচ উইকেট দেখে আমি অবাক নই। ও ভারতীয় বোলিংকে নেতৃত্ব দেবে। অবশ্যই বুমরা এখন বিশ্বের সেরা বোলার। তবে শামিও খুব একটা পিছিয়ে নেই। শুধু দেখতে হবে গোটা টুর্নামেন্টে ও যেন ফিট থাকে আর বোলিংকে নেতৃত্ব দেয়। যেভাবে শামির অনুপস্থিতিতে বুমরা বোলিংকে নেতৃত্ব দিয়েছে।'
বিরাট কোহলি প্রথম ম্যাচে রান না পেলেও চিন্তিত নন সৌরভ। বলছেন, 'কোহলি যে মাপের প্লেয়ার, আর ভারতের হয়ে যত রান করেছে, ও নিজেই ওর সমস্যার সমাধান বার করবে। আন্তর্জাতিক ক্রিকেটে এত সেঞ্চুরি। কালকের ম্যাচে একটা গড়পড়তা দিন গিয়েছে ওর। ও নিজেই রানে ফেরার রাস্তা খুঁজে পাবে।'
আরও পড়ুন: ইস্পাত কারখানা কবে তৈরি হচ্ছে? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
