Sourav Ganguly: ইস্পাত কারখানা কবে তৈরি হচ্ছে? বড় আপডেট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly News: শালবনির এই কারখানা যে তাঁর তৃতীয় ফ্যাক্টরি, সেটাও এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন সৌরভ।

কলকাতা: শুধু খেলার মাঠে নয়, বাণিজ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বেড়েই চলেছে । শুক্রবার ভুরা সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । আর সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক শালবনীতে প্রস্তাবিত স্টিল ফ্যাক্টরি নিয়ে বড় আপডেট দিলেন ।
সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, বাংলায় শিল্পপতি হিসাবে অনেকেই তাঁর দিকে তাকিয়ে রয়েছেন, প্রস্তাবিত কারখানা শুরু হবে কবে? সৌরভ জানান, ইস্পাত কারখানা সময়সাপেক্ষ ব্যাপার । তবে গোটা বিষয়টিই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে এগোচ্ছে । কবে নাগাদ উৎপাদন শুরু হবে, তা নিয়েও বড় আপডেট দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ।
মধ্য কলকাতার এক হোটেলের অনুষ্ঠানে সৌরভ বলেছেন, 'আমরা স্টিল প্লান্ট তৈরি করছি । লোকে মনে করে ইস্পাত কারখানা ২ মাসে হয়ে যাবে । সেটা তো হয় না । কারখানা তৈরি করতে সময় লাগে ।'
আরও পড়ুন: তাঁর জন্যই সতীর্থের রেকর্ড হাতছাড়া! মাঠেই হাত জোড় করে ক্ষমা চাইলেন রোহিত
কবে শুরু হবে কারখানার কাজ? উৎপাদনই বা শুরু হবে কবে থেকে? সেই ছবিটাও স্পষ্ট করে দিয়েছেন সৌরভ । বলেছেন, 'আশা করছি আগামী ১৮ থেকে ২০ মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে । একটা কারখানা তৈরি করতে অনেক রকম অনুমতি লাগে । সরকারি ছাড়পত্র লাগে । আশা করছি ১৮-২০ মাসের মধ্যে শুরু হবে । উৎপাদন শুরু হয়ে যাবে । কাজ শুরু হয়ে গেলেই প্রচুর লোক নিয়োগ করা হবে ।'
শালবনির এই কারখানা যে তাঁর তৃতীয় ফ্যাক্টরি, সেটাও এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন সৌরভ । বলেছেন, ' ২০০৭ সাল থেকে আমাদের দুটো কারখানা রয়েছে । একটা আসানসোলে আর একটা পটনায় । এটা তৃতীয় আর এটাই সবচেয়ে বড় ।'
View this post on Instagram
আরও পড়ুন: নাচের ক্লাসে প্রেম, বিয়ে, বিচারপতি ৪৫ মিনিট বোঝালেও ডিভোর্সের সিদ্ধান্তে অনড় দম্পতি!
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
