Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ভারতীয় শিবিরে অশান্তি? কোচ গম্ভীরের বিরুদ্ধে বোমা দলেরই তারকার!
Indian Cricket Team: চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসছে। যেখানে জানা যাচ্ছে, ভারতের এক তারকা ক্রিকেটার প্রথম একাদশ নিয়ে সন্তুষ্ট নন। সেই ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হচ্ছে না বলেই খবর।

দুবাই: প্রথম একাদশ বাছা নিয়ে ভারতীয় দলে (Indian Cricket Team) কি চাপা অশান্তি শুরু হয়ে গিয়েছে?
চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসছে। যেখানে জানা যাচ্ছে, ভারতের এক তারকা ক্রিকেটার প্রথম একাদশ নিয়ে সন্তুষ্ট নন। সেই ক্রিকেটারকে প্রথম একাদশে রাখা হচ্ছে না বলেই খবর। আর সেটা কোনও ক্রিকেটীয় কারণে নয় বলেই দাবি করেছেন ওই ক্রিকেটার।
নিউজ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ায় গিয়ে বর্ডার-গাওস্কর ট্রফিতে পরাজয় - দুইয়ে মিলে ভারতীয় ক্রিকেট বেশ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-২০ ও ওয়ান ডে সিরিজে হারিয়েছে ভারত। তবু শিবিরের গুমোট ভাব যেন কাটছে না।
আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে
বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের আগে একটি খবর নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ভারতের এক তারকা ক্রিকেটার কোচ গৌতম গম্ভীরের প্রথম একাদশ নির্বাচন নিয়ে একেবারেই খুশি নন। শোনা যাচ্ছে, সেই ক্রিকেটার আর দলের প্রথম পছন্দের উইকেটকিপার নন। কোচ গম্ভীর সাংবাদিক সম্মেলনে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছিলেন যে, ওয়ান ডে-তে কে এল রাহুলকে প্রথম উইকেটকিপার হিসাবে ভাবা হচ্ছে। তারপরই বোমা ফাটিয়েছেন দ্বিতীয় উইকেটকিপার।
কে সেই উইকেটকিপার, সরাসরি সেই নাম বলা না হলেও সূত্রের খবর, সম্ভবত ঋষভ পন্থের নামই ইঙ্গিত করা হয়েছে।
ডানহাতি ব্যাটার রাহুল বেশ কিছুদিন ধরেই নিয়মিতভাবে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে ছ'নম্বরে ব্যাট করছেন। ওয়ান ডে বিশ্বকাপেও ভাল পারফরম্যান্স করেছিলেন। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খুব বেশি রান করতে পারেননি রাহুল। তবে কোচ গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে, বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে উইকেটকিপার-ব্যাটার হিসাবে দলে রাহুলই থাকবেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুবাইয়ে প্রথম দিনের অনুশীলনে হাঁটুতে চোট পেয়েছিলেন পন্থ। যদিও ভারতীয় শিবির আশা করছে যে, পন্থের চোট গুরুতর নয়। কে গম্ভীরকে নিয়ে অসন্তুষ্ট? কেউ কেউ সঞ্জু স্যামসন ও ঈশান কিষাণের নামও ভাসিয়ে দিচ্ছেন। ঈশান একটা সময় সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি রয়েছে। পরে অবশ্য তিনি পিছিয়ে যান লড়াইয়ে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
