Indian Cricket Team: ভারতীয় দল বলে বিশেষ ছাড়ের আবেদন, এসেছিল ফোন! বিস্ফোরক দাবি প্রাক্তন ম্যাচ রেফারি ক্রিস ব্রডের
Chris Broad: ক্রিস ব্রডের দাবি বর্তমানে ক্রিকেটটা অনেক বেশি রাজনৈতিক হয়ে গিয়েছে এবং তিনি আর রেফারি নন বলে খুব সন্তুষ্ট।

নয়াদিল্লি: ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা পরিচিত ম্য়াচ রেফারি ক্রিস ব্রড (Chris Broad)। নিজের কেরিয়ারে ১২৩টি টেস্ট ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। সেই ক্রিস ব্রডই এবার বিস্ফোরক দাবি করলেন। জানালেন অন্যায্যভাবে তাঁকে ভারতীয় দলের শাস্তি কমানোর কথা ফোন করে বলা হয়েছিল।
ব্রড খুব বেশি তথ্য না দিয়ে দাবি করেন ভারতীয় দল এক ম্যাচে নির্ধারিত সময়ের থেকে চার, পাঁচ ওভার কম বল করেছিল। এর জেরে অবধারিতভাবে শাস্তি হওয়ার কথা ছিল। সেই সময়ে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দায়িত্বে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। কিন্তু তাঁকে ফোন করে যেহেতু দলটা ভারতীয়, তাই সেই বিষয়টি মাথায় রেখে শাস্তি কমাতে বলা হয়। তিনি বলেন, 'ভারতের (বোর্ডের) প্রচুর টাকা রয়েছে এবং ওরা বিভিন্নভাবে আইসিসির ওভার প্রভাব প্রতিপত্তিও বিস্তার করেছে। আমি খুব খুশি যে আমি আর বর্তমানে ম্যাচ রেফারির দায়িত্বে নেই, কারণ বর্তমান পরিস্থিতিটা অনেক বেশি রাজনৈতিক।'
তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক থাকাকালীন ঘটনাটির বিষয়ে ব্যাখা দিয়ে বলেন, 'ভারতীয় দল তিন, চার ওভার কম বল করেছিল, যার ফলে দলকে ফাইন করতে হত। তবে আমায় একটা ফোন করে বলা হয় যেভাবে হোক একটু সময় বের কর, কারণ দলটা ভারত । তাই সেইমতোই আমি সময় বের করে ওই ওভার সংখ্যা ঠিকঠাক করি। ঠিক পরের ম্যাচেই আবার একই ঘটনা ঘটে।'
ক্রিস ব্রড দাবি করেন এই ঘটনায় ভারতকে একবার ছাড় দেওয়া হলেও, তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পরবর্তী ম্যাচেও কোনওরকম বদল তো করেনইনি, বরং আবারও একই দোষ করেন। তারপরে অবশ্য তিনি আর ভারতকে রেয়াত না করে তখন কড়া শাস্তিই দেন। ব্রড যোগ করেন, 'ঠিক পরবর্তী ম্য়াচে আবারও একই জিনিস ঘটে। ওকে (সৌরভ) যখন তাড়াতাড়ি করতে বলা হয়, তখন কোনও কথাই শোনে নি। তাই তখন আমি ফোন করে সেক্ষেত্রে জিজ্ঞেস করি যে এবার কী করব? তখন আমায় (ফাইন করার) অনুমতি দেওয়া হয়। তাই শুরু থেকেই যে রাজনীতি এর সঙ্গে জড়িত ছিল, তা বলাই বাহুল্য। এখন অনেকে রাজনৈতিকভাবে সব বিষয়ে অনেকটা বেশি সচেতন অথবা সবটা চুপচাপ মেনে নেয়। আমি জানি না ঠিক কী করে।'




















