Rohit Sharma-Virat Kohli: সম্ভবত অজ়িভূমে রোহিত, বিরাটের শেষ ইনিংস! সিডনিতে ম্য়াচ শেষ হতে কান্নায় ভেঙে পড়লেন ধারাভাষ্যকার
IND vs AUS: অস্ট্রেলিয়ার মাটিতে সম্ভবত নিজেদের শেষ ম্য়াচে কোহলি অপরাজিত ৭৪ ও রোহিত অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেন।

সিডনি: বহু আগে থেকেই অজ়িভূমে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) শেষ সিরিজ় হিসাবে বিল্ড আপ হচ্ছিলই। সেই সিরিজ়ের শেষটা যেন একেবারে রূপকথার মতোই হল। সিডনিতে শতরান হাঁকালেন রোহিত, হাফ সেঞ্চুরি করলেন বিরাট। দুই মহাতারকাই অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। সেই ম্যাচ শেষ হতেই এক অকল্পনীয় দৃশ্য দেখা গেল।
ভারতীয় দুই মহাতারকার শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই যে অগণিত অনুরাগী রয়েছে, তা বলাই বাহুল্য। অস্ট্রেলিয়ার মাটিতে অজ়ি সমর্থকরাও যেন কোহলি, রোহিতকে একটু বেশিই ভালবাসেন। সেই ভালবাসা আবেগের আঁচ এসে পড়ল কমেন্ট্রি বক্সেও। অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়ার মাটিতে সম্ভবত নিজেদের শেষ সিরিজ় খেলে ফেলেছেন রো-কো জুটি। সেই কারণেই সম্ভবত উইনিং শট মারার পরেই কান্নায় ভেঙে পড়েন এক অজ়ি। তবে তিনি কোনও সাধারণ সমর্থক নন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কমেন্ট্রি বক্সে এক ধারাভাষ্যকার ম্যাচ শেষ হতেই কান্নায় ভেঙে পড়ছেন। সিডনিতে তৃতীয় ওয়ান ডে ম্যাচশেষে কিন্তু রোহিতও পূর্বাভাস দেন যে এটাই সম্ভবত ভারতীয় ক্রিকেটার হিসাবে তাঁর শেষ অস্ট্রেলিয়া সফর।
An australian commentator was seen crying when Kohli and Rohit played their last game in Australia. 🥹💔
— ` (@45Fan_Prathmesh) October 26, 2025
Cricket truly unites the people man 🤍 pic.twitter.com/R71605Vh8A
ম্যাচের পর সাক্ষাৎকারে রোহিতকে বলতে শোনা যায়, 'সবসময়ই এখানে আসা, খেলাটা আমরা উপভোগ করি। ২০০৮ সালে সেই প্রথমবার এসেছিলাম, সেই সফরের স্মৃতি আজও আমার মনে পড়ে। জানি না আর কোনদিনও অস্ট্রেলিয়ায় খেলব কি না। তবে আমরা ক্রিকেটে যাই অর্জন করি না কেন, এখনও আমরা ক্রিকেটটা উপভোগ করি। আর এখানে আমাদের জন্য উপস্থিত হওয়া সকল দর্শককে অসংখ্য ধন্যবাদ।'
আপাতত মাসখানেকের অপেক্ষা। সকলেই বিরাট ও রোহিতের পরবর্তী ম্য়াচের অপেক্ষা করে রয়েছেন। দুই মহাতারকাকে ঠিক আবার কবে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে? রো-কো জুটিকে খেলতে দেখার জন্য ক্রিকেটপ্রেমীদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ভারতে আসতে চলেছেন। দুই ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে তারা ভারতের মাটিতে। এরপরেই রয়েছে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ়।
সেক্ষেত্রে বিরাট ও রোহিত দুজনকেই ওয়ান ডে সিরিজে দেখা যাবে। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ। রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে প্রথম ওয়ান ডে-তে খেলতে দেখা যাবে ২ দলকে। সেই সিরিজেই খেলতে দেখা যাবে বিরাট ও রোহিতকে। সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচটি খেলা হবে ৩ ডিসেম্বর ছত্তিশগড় ও তৃতীয় ম্যাচটি খেলা হবে আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে।



















