IND vs SA T20: শীতকালে দিল্লি নয়, ভারতের ম্য়াচের সূচি দক্ষিণ ভারতের করার আর্জি শশী তারুরের
Shashi Tharoor on BCCI Schedule: বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নামার কথা ছিল ভারত-দক্ষিণ আফ্রিকার। কিন্তু সেই ম্য়াচই কুয়াশার জন্য খেলা শুরু করাই সম্ভব হয়নি।

নয়াদিল্লি: বৃষ্টির জন্য খেলা স্থগিত হওয়া, খেলা পরিত্যক্ত হওয়া, এগুলো এর আগেও দেখা গিয়েছে। কিন্তু কোনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে প্রথমবার কুয়াশার জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা হওয়া, এই প্রথমবার হল। বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামে চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নামার কথা ছিল ভারত-দক্ষিণ আফ্রিকার। কিন্তু সেই ম্য়াচই কুয়াশার জন্য খেলা শুরু করাই সম্ভব হয়নি।
স্বভাবতই ভারতীয় ক্রিকেটের সূচি নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস সাংসদ শশী তারুর সাংবাদিকদের মাধ্যমে বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লর কাছে আর্জি জানিয়েছেন যে শীতকালে যেন দক্ষিণ ভারতে ম্য়াচ আয়োজন করা হয়। এই বিষয়ে তিনি জানিয়েছেন, "আমি বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লর কাছে আর্জি জানাতে চাই যে ভারতীয় ক্রিকেট দলের সূচি তৈরির সময়ে শীতকালে উত্তর ভারতের বদলে দক্ষিণ ভারতে যেন ম্য়াচ আয়োজন করা হয়। বিশেষ করে কেরলে আসতে পারে। এখানে ম্য়াচ আয়োজন করতে পারেন।''
তিরুঅনন্তপুরমের সাংসদ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ক্রিকেট সমর্থকরা বৃথাই লখনউয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা করছিলেন। তবে উত্তর ভারতের সিংহভাগ স্থানের মতোই ব্যাপক ও ঘন কুয়াশা যেখানে একিউআই ৪১১, সেখানে একটি ক্রিকেট ম্যাচ আয়োজিত করার জন্য দৃশ্যমানতা খুবই খারাপ। ওদের উচিত ছিল তিরুঅনন্তপুরমে ম্যাচটির আয়োজন করা। ওখানে এখন একিউআই ৬৮।'
এদিকে, এই ঘটনার পরে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লও মুখ খুলেছিলেন। ঘটনাক্রমে ঘটনাটি তাঁরই ঘরের মাঠে হয়। তিনি জানান পরবর্তীতে ডিসেম্বরের ১৫ থেকে জানুয়ারির ১৫ তারিখের মধ্যে উত্তর ভারতে কোনও ম্যাচ আয়োজিত করা যায় কি না, সেই নিয়ে বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেবে। তিনি ANI-কে এক সাক্ষাৎকারে বলেন, 'কুয়াশার জন্য ম্যাচ বাতিল করতে হয়েছে। লোকজন স্বাভাবিকভাবেই এই ঘটনায় হতাশ। ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারির মধ্যে উত্তর ভারতে ম্য়াচ আয়োজন করা যায় কি না, সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব যাতে প্রয়োজনে সেই সময়ের ম্যাচগুলি দক্ষিণ বা পশ্চিম ভারতে স্থানান্তরিত করা যায়। ঘরোয়া ম্য়াচগুলিতেও তো এই কুয়াশার কারণে প্রভাব পড়ছে। এটা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।'
উল্লেখ্য, ভারতের মাটিতে এর আগে রঞ্জি ম্য়াচের ক্ষেত্রে এমনটা হয়েছে যে সকালের দিকে খেলার সময় কিছুটা পিছিয়ে গিয়েছে। কিন্তু আন্তর্জাতিক কোনও ম্য়াচ কুয়াশার জন্য ভেস্তে যাওয়ার ঘটনা প্রথমবার।




















