Cricket Record: বিশ্বের কনিষ্ঠতম অধিনায়ক হিসেবে মাঠে নামার রেকর্ড ক্রোয়েশিয়ার জ্যাক ভাকুসিচ
Youngest Cricket Captain: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে ভুকসিচ ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিল। পাঁচটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিল সে। কিন্তু ম্য়াচ জেতাতে পারেনি ক্রোয়েশিয়াকে।

জাগ্রেব: বিশ্ব ক্রিকেটের নতুন রেকর্ডের মালিক হল ক্রোয়েশিয়া ক্রিকেট দলের ক্যাপ্টেন জ্যাক ভাকুসিচ। বিশ্বের সবচেয়ে কমবয়সি অধিনায়ক হওয়ার নজির গড়লেন জ্যাক। মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্যাপ্টেন হিসেবে মাঠে নামল জ্যাক। এর আগে ১৮ বছর ২৪ দিন বয়সে ২০২২ সালে ফ্রান্সের নোমান আমজাদ চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে। ২০২৩ সালে স্পেনের বিরুদ্ধে ১৮ বছর ২৭৬ দিন বয়সে আইসল অফ ম্য়ানের অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন কার্ল হার্টম্য়ান।
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে ভুকসিচ ৩২ বলে ৪৩ রানের ইনিংস খেলেছিল। পাঁচটি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকিয়েছিল সে। কিন্তু ম্য়াচ জেতাতে পারেনি ক্রোয়েশিয়াকে। সাইপ্রাসকে ৫৮ রানে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। সিরিজে এই মুহূ্তে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নেমে ভুকুসিচ দলের সর্বোচ্চ রান স্কোরার। ২১৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৫৫ রানেই থেমে যায় ক্রোয়েশিয়ার ইনিংস।
ওয়ান ডে থেকেও কি অবসর নিচ্ছেন কোহলি?
জোর জল্পনা শুরু হয়েছে। যার সূত্রপাত একটি ছবিকে ঘিরে, যা সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলে দিয়েছে। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন এবং পরে টেস্ট ফরম্যাটকেও বিদায় জানিয়েছেন কোহলি। শুধু ওয়ান ডে (ODI) ক্রিকেট খেলার কথা তাঁর, সেখানে বিরাটকে খেলতে দেখা যাবে। এবার এই ভাইরাল ছবি দেখে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্পূর্ণ অবসরের জল্পনা আরও বাড়ছে। আসলে, ভাইরাল ছবিতে কোহলিকে গুজরাত টাইটান্সের সহকারী কোচ নঈম আমিনের সঙ্গে দেখা যাচ্ছে।
বিরাট কোহলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নঈম আমিনের সঙ্গে ছবি শেয়ার করেছেন। কোহলির সাদা হতে শুরু করা দাড়িও অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু লোক প্রতিক্রিয়া জানিয়েছেন যে, বিরাট তাঁর ক্রিকেট জীবনে সম্পূর্ণভাবে দাড়ি টানতে পারেন। এই ছবিতে বিরাট ধূসর রংয়ের টি-শার্ট এবং নীল রংয়ের শর্টস পরে ছিলেন। এর আগে তাঁকে প্রাক্তন ক্রিকেটার শশ কিরণের সঙ্গেও দেখা গিয়েছিল, যেখানে বিরাটের দাড়ি সম্পূর্ণ সাদা ছিল। এই সাদা দাড়ি দেখে গুজব ছড়াতে শুরু করে যে, এখন বিরাটের ওয়ান ডে ক্রিকেট থেকে (ODI) অবসরও বেশি দূরে নেই।
এরই মধ্যে খবর এসেছে যে, বিরাট কোহলি লন্ডনে তাঁর ওয়ান ডে (ODI) প্রত্যাবর্তনের জন্য অনুশীলন শুরু করেছেন। খবর অনুযায়ী, বিরাট অক্টোবর মাসে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দিতে পারেন, যেখানে উভয় দলের মধ্যে ৩টি ওয়ান ডে (ODI) ম্যাচ খেলা হওয়ার কথা। প্রথমে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা ছিল অগাস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে, কিন্তু সেই সিরিজ এখন স্থগিত করা হয়েছে।




















