(Source: ECI/ABP News/ABP Majha)
CWC 2023: তরুণদের সুযোগ করে দিতে কোহলিকে নিজের ব্যাটিং পজিশন ছাড়ার পরামর্শ শাস্ত্রীর
Virat Kohli: বিরাট কোহলি চার নম্বরে ৩৯টি ওয়ান ডে ইনিংস খেলেছেন। সেখানে ৫৫.২১ গড়ে কোহলির সংগ্রহ মোট ১৭৬৭ রান।
নয়াদিল্লি: সামনেই ৫০ ওভারের বিশ্বকাপ। আর মাস দু'য়েকের মধ্যেই ভারতে বসবে বিশ্বকাপের আসর (CWC 2023)। বিশ্বকাপের কথা মাথায় রেখে ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে সকলেই। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ভারতীয় দলের (Indian Cricket Team) ব্যাটিং অর্ডার নিয়ে এখনও ধন্দ অব্যাহত। শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা এখনও ফিট নন। বিশ্বকাপে তাই টিম ইন্ডিয়ার মিডল অর্ডার নিয়ে চিন্তায় টিম ইন্ডিয়ার অনুরাগীরা। এরই মাঝে প্রাক্তন ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বিরাট কোহলিকে (Virat Kohli) ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামার পরামর্শ দিয়েছেন।
শাস্ত্রীর মতে কোহলি চার নম্বরে নামলে ভারতীয় মিডল অর্ডারে অভিজ্ঞতা বাড়বে। পাশাপাশি শুভমন গিল, ইশান কিষাণরাও দলের একাদশে সুযোগ পাবেন। শাস্ত্রী বলেন, 'ঈশান কিষাণের টপ অর্ডারে ব্যাট করা উচিত। রোহিত তো প্রচুর অভিজ্ঞ। প্রয়োজনে ও তিন বা চার নম্বরে ব্যাট করতে পারে। এখানে খেলোয়াড়রা কী ভাবছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। শুভমন গিলকে টপ অর্ডারের বদলে মিডল অর্ডারে ব্যাট করতে বলা হলে, ও কেমন, কীভাববে সেটা জানার বিষয়। কোনও ব্যাটিং পজিশনই কারুর জন্য আগে থেকে নির্ধারিত নয়। দলের জন্য বিরাটকে যদি চার নম্বরে ব্যাট করতে বলা হয়, ও কিন্তু তাই করবে।'
শাস্ত্রীর দাবি চার নম্বরে কোহলির রেকর্ড বেশ ভাল। এমনকী গত বিশ্বকাপের সময় কোহলিকে চার নম্বরে ব্যাটিং করানোর কথাও ভেবেছিলেন বলে দাবি করেন প্রাক্তন ভারতীয় কোচ। তিনি বলেন, 'বিগত দুই বিশ্বকাপে আমি এই নিয়ে ভাবনাচিন্তা করেছিলাম বটে। আমি টপ অর্ডার নির্ভরতাটা ভাঙার জন্য ওর চার নম্বরে ব্যাটিং করার বিষয়ে যতদূর সম্ভব এমএসকের (প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ) সঙ্গে কথাও বলেছিলাম। আমরা দুই, তিন উইকেট হারালেই দল চাপে পড়ে যেত। সেটা তো প্রমাণও হয়েছে। সেই কারণেই মিডল অর্ডারে অভিজ্ঞতার প্রয়োজন ছিল। চার নম্বরে বিরাট কোহলির রেকর্ড ঘেটে যদি দেখা যায়, তা কিন্তু বেশ ঈর্ষণীয়।'
বিরাট কোহলি চার নম্বরে ৩৯টি ওয়ান ডে ইনিংস খেলেছেন। সেখানে ৫৫.২১ গড়ে কোহলির সংগ্রহ মোট ১৭৬৭ রান। তিনি ৫০ ওভারের ক্রিকেটে চার নম্বরে ব্যাট করতে নেমে সাতটি শতরান ও আটটি অর্ধশতরান হাঁকিয়েছেন। আসন্ন বিশ্বকাপে কোহলি চারেই ব্যাট করবেন কী না, সেটা কিন্তু সময়ই বলবে। তবে শ্রেয়স আইয়ার, কেএল রাহুলের ফিটনেস কিন্তু ভারতীয় মিডল অর্ডারের অনেক সমস্যারই সমাধান করতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারত-ওয়েস্ট ইন্ডিজ় সফরের মাঝেই জয় শাহ-রাহুল দ্রাবিড়ের সাক্ষাৎ? কী হল তারপর?