Cyclone Michaung: ৩০ ঘণ্টা ধরে নেই বিদ্যুৎ পরিষেবা, মিগজাউমের প্রভাবে ক্ষতিগ্রস্ত আর অশ্বিনের বসতি এলাকাও
R Ashwin: তামিলনাড়ুর চেন্নাইয়তেই তারকা ভারতীয় ক্রিকেটার আর অশ্বিনের বাসস্থান।
চেন্নাই: ঘূর্ণিঝড় মিগজাউমে বিধ্বস্ত দক্ষিণ ভারতের তামিলনাড়ু (Tamil Nadu), অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মতো রাজ্যগুলি। জলমগ্ন রাস্তাঘাট, নেই বিদ্যুৎও, মোবাইল নেটওয়ার্ক। মিগজাউমের (Cyclone Michaung) প্রভাবে বিধ্বস্ত আর অশ্বিনের (R Ashwin) এলাকাও। প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা ছাড়াই কাটাতে হল ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে।
মঙ্গবারের পর থেকে তামিলনাড়ুতে ঘূর্ণিঝড়ের প্রভাব কমলেও, রাজধানী চেন্নাইয়ে এখনও স্তব্ধ জনজীবন। আর অশ্বিনও তামিলনাড়ুর রাজধানীতেই থাকেন। তাঁকেও বিদ্যুৎ ছাড়াই দিন কাটাতে হচ্ছে। অসহায় অশ্বিন সোশ্যাল মিডিয়ায় নিজের পরিস্থিতির কথা জানিয়ে লেখেন, 'আমার এলাকাতেও প্রায় ৩০ ঘণ্টা হয়ে গেল, কোনও বিদ্যুৎ সংযোগ নেই। যতদূর সম্ভব সিংহভাগ জায়গাতেই ছবিটা একই। জানি না আমাদের হাতে এর অন্য কোনও বিকল্প আদৌ আছে কি না।'
No power in my locality for
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 5, 2023
more than 30 hours too. Guess thats the case in many places.
Not Sure what options we have 🙏#ChennaiFloods https://t.co/gWArpwH3KI
ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই দুই রাজ্য়ে বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। রিপোর্ট অনুযায়ী সেই সংখ্যাটা ১২। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। তামিলনাড়ুতে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে ভারতীয় বায়ু সেনা। এর জন্য় দু'টি চিতা হেলিকপ্টার নামানো হয়েছে। ইতিমধ্য়েই চেন্নাইয়ে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুর মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতেও অভিযান শুরু হবে। তামিলনাড়ু সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে ভারতীয় বায়ু সেনার তরফে। নয় জেলায় জারি রেড অ্যালার্ট।
সরাসরি কিছু না হলেও, পরোক্ষভাবে বঙ্গেও এর প্রভাব পড়বে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায় মতো জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে হতে পারে বৃষ্টি। বঙ্গে শীতের পথে কাঁটাও দক্ষিণের ঘূর্ণিঝড়। তবে সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা, ফিরতে পারে শীতের আমেজ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্বে কে? নির্বাচকদের পরিকল্পনা জানতে চাইলেন রোহিত!