আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Duleep Trophy 2024: শ্রেয়সের শূন্য রানে আউট হওয়ার দিনে ঝোড়ো ব্যাটিংয়ে নায়ক সঞ্জু, ভাল জায়গায় ইন্ডিয়া ডি
Sanju Samson: ৮৩ বলে আগ্রাসী ব্যাটিং করে ৮৯ রান করে ক্রিজে রয়েছেন সঞ্জু। সেঞ্চুরি থেকে আর মাত্র ১১ রান দূরে দাঁড়িয়ে তিনি।
বেঙ্গালুরু: ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে সঞ্জু স্যামসন (Sanju Samson)। দলীপ ট্রফিতে (Duleep Trophy) ব্যাট হাতে জ্বলে উঠলেন কেরলের ক্রিকেটার। ইন্ডিয়া ডি-র হয়ে ইন্ডিয়া বি-র বিরুদ্ধে সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে উইকেটকিপার ব্যাটার। বেঙ্গালুরুর অদূরে অনন্তপুরে রুরাল ডেভলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম বি-তে দলীপ ট্রফির ম্যাচের প্রথম দিন শুরুতে ব্যাট করে ইন্ডিয়া ডি তুলেছে ৩০৬/৫। ৮৩ বলে আগ্রাসী ব্যাটিং করে ৮৯ রান করে ক্রিজে রয়েছেন সঞ্জু। সেঞ্চুরি থেকে আর মাত্র ১১ রান দূরে দাঁড়িয়ে তিনি।
ইনিংসে ১০টি চার ও তিনটি ছক্কা মেরেছেন সঞ্জু। বৃহস্পতিবার ইন্ডিয়া ডি-র হয়ে ওপেনিং জুটিতে ৩১.১ ওভারে ১০৫ রান যোগ করে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal) ও কে এস ভরত (KS Bharat)। তবে ৫০ রান করে পড়িক্কল ও ৫২ রান করে ভরত মাত্র ৩ ওভারের ব্যবধানে ফিরতেই চাপ তৈরি করে ইন্ডিয়া বি। তার পর ৮৭ বলে ৫৬ রান করে ইনিংসকে টানেন রিকি ভুঁই (Ricky Bhui)। নিশান্ত সিন্ধুর সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে তোলেন তিনি।
Getting into the groove early 👌
— BCCI Domestic (@BCCIdomestic) September 15, 2024
Stepping out & smashing down the ground.
Sanju Samson has played some cracking shots so far 🙌#DuleepTrophy | @IDFCFIRSTBank
Follow the match ▶️: https://t.co/m9YW0Hu10f pic.twitter.com/i965bytcvI
তবে শ্রেয়স আইয়ার ব্যর্থ। কোনও রান করার আগেই ফিরে যান তিনি। ভুইও ফিরে যান। তারপরই ইনিংসের হাল ধরেন স্যামসন। তিনি নিশ্চিত করে দেন ইন্ডিয়া ডি বাকি দিনে খুব একটা বিপাকে না পড়ে। আগ্রাসী ব্যাটিংয়ে মুকেশ কুমার, নভদীপ সাইনি, ওয়াসিংটন সুন্দর সমৃদ্ধ বোলিংকে চাপে ফেলে দেন স্যামসন। সারাংশ জৈনের (Saransh Jain) সঙ্গে মিলে অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ৯০ রান যোগ করেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement