IND vs SA: ২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু হয়েছিল, রায়পুরে রাহুল টস হারতেই লজ্জার রেকর্ড ভারতের
IND vs SA ODI: আমদাবাদে সেই ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরেছিলেন রোহিত। এরপর থেকে অধিনায়ক হিসেবে অনেকেই এসেছেন, কিন্তু টানা টস হেরেই গিয়েছেন তাঁরা।

রায়পুর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টস হেরেছেন কে এল রাহুল। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা টস জেতার পর ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ পাঠান। প্রথম ম্য়াচের পর দ্বিতীয় ম্য়াচেও ভারত অধিনায়ক টস হারলেন। আর হারার সঙ্গে সঙ্গেই এক লজ্জার রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট। এই নিয়ে টানা ২০ ওয়ান ডে ম্য়াচে ভারত অধিনায়ক টস হারলেন।
এই লজ্জার রেকর্ডের শুরুটা হয়েছিল ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে। আমদাবাদে সেই ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস হেরেছিলেন রোহিত। এরপর থেকে অধিনায়ক হিসেবে অনেকেই এসেছেন, কিন্তু টানা টস হেরেই গিয়েছেন তাঁরা।
রায়পুরে দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচে রাহুল ফের টস হারলেন। এর আগে ওয়ান ডে ফর্ম্য়াটে টানা সবচেয়ে বেশি ১১ ম্য়াচে টস হারার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের ঝুলিতে। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত এই রেকর্ড ছিল। কিন্তু তা ভেঙে অনেকটাই এগিয়ে গিয়েছে ভারত।
এদিকে, রায়পুরের ম্য়াচে ভারতীয় একাদশে কোনও বদল করা হয়নি। তবে প্রোটিয়া একাদশে ফিরেছেন তেম্বা বাভুমা। আগের ম্য়াচে মারক্রাম অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় ম্য়াচেই একাদশে ঢুকে পড়লেন তিনি। এছাড়াও দলে ফিরলেন লুঙ্গি এনগিডি ও কেশব মহারাজ।
এদিন, টসের সময় রাহুলকে বলতে শোনা যায়, 'সত্যি বলতে, এই টসের সময়ই আমি সবথেকে বেশি চাপে থাকছি। এই জন্য অনুশীলনও করছি, তবে তা কাজে লাগছে না।' তিনি ম্যাচপ্রসঙ্গে বলেন, 'গত ম্যাচে আমাদের জন্য অনেক ইতিবাচক দিক ছিল। আমরা জানি কী আশা করা যায় , না যায়, দলের সকলেই কিন্তু বেশ ভাল ছন্দে রয়েছে। এই সময়ে ভারতে শিশিরের প্রভাবটা বেশি করে লক্ষ্য করা যায়। বোলাররা সেই প্রভাবটা এড়ানোর জন্য কথাবার্তা বলে পরিকল্পনাও তৈরি করেছে। তাছাড়া গত ম্যাচ জিতে তো আমাদের আত্মবিশ্বাস নিঃসন্দেহেই বেড়েছে।'
তবে দক্ষিণ আফ্রিকা দলে তিন বদল ঘটানো হল। সত্যি বলতে প্রোটিয়া একাদশে দুই বদল ঘটার সম্ভাবনা ছিলই। দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডেতে তাঁদের অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নেমেছিল। তাঁর পাশাপাশি সেই ম্যাচে দলের মুথ্য স্পিনার কেশব মহারাজকেও বিশ্রাম দেওয়া হয়েছিল। দ্বিতীয় ওয়ান ডেতে এই দুই তারকা ক্রিকেটারেরই প্রোটিয়া একাদশে ফেরার প্রবল সম্ভাবনা ছিল। হলও তাই। মহারাজের ক্ষেত্রে বিষয়টা বেশ খানিকটা সহজেই আন্দাজ করা গিয়েছিল। প্রেনেলান সুব্রায়েনের বদলে মহারাজ একাদশে ফিরলেন।




















