ENG vs IND: ইংল্যান্ডে শুভমন গিলদের সঙ্গে ভারতীয় দলে যোগ দিচ্ছেন আরও এক তারকা ক্রিকেটার!
Indian Cricket Team: গত মাসের ২৪ তারিখ ভারতীয় নির্বাচকরা শুভমন গিলকে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করার পাশাপাশি ইংল্যান্ড সিরিজ়ের জন্য ১৮ জনের দল ঘোষণা করেন।

লন্ডন: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা, ২০ জুন থেকেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারতীয় দল (ENG vs IND)। নতুন অধিনায়ক শুভমন গিলের তত্ত্বাবধানে এক তরুণ ভারতীয় দলই বিলেতের মাটিতে মাঠে নামতে চলেছে। তবে শেষবেলায় সেই দলে যোগ দিচ্ছেন আরও এক তারকা, অন্তত রিপোর্টে তো এমনটাই দাবি করা হচ্ছে।
গত মাসের ২৪ তারিখ ভারতীয় নির্বাচকরা শুভমন গিলকে টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করার পাশাপাশি ইংল্যান্ড সিরিজ়ের জন্য ১৮ জনের দল ঘোষণা করেন। তবে ১৮ থেকে সংখ্যাটা ১৯ হতে চলেছে বলে খবর। Dainik Jagran-র রিপোর্ট অনুযায়ী সেই ১৯তম সদস্যটি আর কেউ নন, হর্ষিত রানা (Harshit Rana)। হর্ষিত অজ়িভূমে ভারতীয় দলের শেষ টেস্ট সিরিজ়ের অঙ্গ ছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের জন্য ভারতীয় দলে অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণদের ডাকা হয়। বাদ পড়েন হর্ষিত। কিন্তু শোনা যাচ্ছে ষষ্ঠ ফাস্ট বোলার হিসাবে দলে যুক্ত হচ্ছেন হর্ষিত।
এখনও বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা না হলেও, সংবাদ সংস্থা IANS-কে এক সূত্র জানান, 'হ্যাঁ, এতদিন অনেক জল্পনা-কল্পনা শোনা যাচ্ছিল। তবে রানা যে ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে থাকছেন সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। তবে ২০ জুন থেকে সিরিজ় শুরুর আগে ও সরকারিভাবে দলের সঙ্গে যুক্ত হবে কি না, সেটা এখনও জানা যায়নি।'
খবর অনুযায়ী যে সব ক্রিকেটাররা ভারতীয় 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়েছিলেন, তাঁদের মধ্যে যারা মূল টেস্ট দলে নেই বা রুতুরাজ গায়কোয়াড়ের মতো কোনও কাউন্টি দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হননি, তাঁরা মঙ্গলবারই দেশে ফেরার বিমানে ধরছেন। তবে তাঁদের সঙ্গে রানা ফিরবেন না। তবে শেষমেশ কখন সরকারিভাবে রানার দলে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয় বা আদৌ করা হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।
ভারতের টেস্ট দল
শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুন নায়ার, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপ, অর্শদীপ সিংহ ও কুলদীপ যাদব।




















