Akash Deep: ওভাল টেস্টেও অব্যাহত বাক্যবিনিময়, ডাকেটকে আউট করে আকাশ দীপের অভিনব সেন্ড অফ
India vs England Test: দ্বিতীয় দিনে ওভালে প্রথম সেশনে ডাকেটকে আউট করেই ইংরেজ ওপেনারের সঙ্গে বাক্যবিনিময়ে জড়ান আকাশ দীপ।

লন্ডন: ভারত বনাম ইংল্যান্ডের চলতি সিরিজ়ে ব্যাটে বলে যেমন টানটান লড়াই দেখা গিয়েছে, তেমনই দুই দলের তারকাদের মধ্যে বাক্যবিনিময়ও বারংবার চোখে পড়েছে। ওভালে সিরিজ়ের পঞ্চম টেস্টে (IND vs ENG 5th Test) ম্যাচেও সেই ধারা অব্যাহত। এবার সম্মুখসমরে ভারতীয় ফাস্ট বোলার আকাশ দীপ (Akash Deep) ও ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট (Ben Duckett)।
ম্যাচের পঞ্চম দিনের সকালে ইংল্যান্ড ওপেনাররা ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন। শুরুতেই আগ্রাসী ডাকেট আকাশ দীপকে রিভার্স স্কুপ মারার চেষ্টা করেন। প্রথমে তা মিস করলেও, পরে তাতে সাফল্য পান ডাকেট। তবে সেই স্কুপ খেলতে গিয়েই লাঞ্চের আগে শেষমেশ আউটও ডাকেট। বোলার সেই আকাশ দীপই। ডাকেটের উইকেট পড়ার পরেই একটি ঘটনা সকলের নজর কেড়ে নেয়।
ডাকেটকে আউট করে সর্বপ্রথম আকাশে হাত ছু়ড়ে সেলিব্রেট করেন আকাশ। তারপরেই ডাকেটের দিকে এগিয়ে গিয়ে তাঁর কাধে হাত রাখেন আকাশ দীপ। দুই ক্রিকেটার এর মাধ্যমে সৌজন্য বিনিময় করছেন বলে প্রাথমিকভাবে মনে করলেও, দুইজনকেই কথোপকথন করতে দেখা যায়। আকাশ দীপকে এরপরেই টেনে সরিয়ে নিয়ে যান রাহুল। আম্পায়ার এহসান রাজাকেও আকাশকে কিছু বলতে দেখা যায়। মাঠের মাঝে ঠিক কী কথোপকথন হয়েছে, তা বোঝা না গেলেও, ডাকেটকে যে আকাশ দীপ সেন্ড অফই দেন, তা মোটামুটি নিশ্চিত।
A much needed breakthrough for India 🔥
— Sony Sports Network (@SonySportsNetwk) August 1, 2025
And a cheeky send-off for Ben Duckett 😜#SonySportsNetwork #ENGvIND #NayaIndia #DhaakadIndia #TeamIndia #ExtraaaInnings pic.twitter.com/9YaTjcEYOn
এই ঘটনাই সকলের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় আকাশের এই ভিন্ন ধরনের সেন্ড অফ নিয়ে বেশ চর্চাও চলছে। ঘটনার সূত্রপাত কিন্তু ডাকেটের তরফেই। তিনিই প্রথমে আকাশ দীপকে বলেন, 'তুমি এখানে আমাকে আউট করতে পারবে না।' সেই সময় আকাশ দীপ কিছু বলেননি। তবে সেই ডাকেটকে আউট করার পরেই অবশেষে নিজের মুখ খোলেন তারকা ফাস্ট বোলার।
অবশ্য এই ঘটনার সময় ধারাভাষ্য দেওয়া দীনেশ কার্তিক মনে করছেন ডাকেটকে আউট করার পর আকাশ দীপের এমন ব্যবহারটা খানিক অপ্রয়োজনীয়ই ছিল। তবে একটা বিষয় নিশ্চিত, এই ঘটনাগুলি যে সিরিজ়ের রোমাঞ্চ এবং ঝাঁঝ উভয়ই বাড়িয়েছে, তা বলাই বাহুল্য।




















