Vaibhav Suryavanshi: কিংবদন্তি ২ বাঁহাতির মতই নাকি ব্যাট স্যুইং, বৈভবকে দরাজ সার্টিফিকেট বাটলারের
Jos Buttler On Vaibhav Suryavanshi: এই ফ্র্য়াঞ্চাইজির জার্সিতেই দীর্ঘ কয়েক বছর খেলেছিলেন জস বাটলার। ইংল্যান্ডের এই বিধ্বংসী উইকেট কিপার ব্য়াটার এবার দরাজ সার্টিফিকেট দিলেন বৈভবকে।

লন্ডন: আইপিএলে খেলতে নেমে তাক লাগিয়ে দিয়েছে সে। মাত্র ১৪ বছর বয়সে যেভাবে নামজাদা বোলারদের বিরুদ্ধে শট খেলেছে, তা এক কথায় অবিশ্বাস্য! বৈভব সূর্যবংশী বারবার টক অফ দ্য টপিক হয়ে উঠেছিল গত আইপিএলের সময়। রাজস্থান রয়্য়ালসের জার্সিতে খেলেছিল সে আগের আইপিএলে। আর এই ফ্র্য়াঞ্চাইজির জার্সিতেই দীর্ঘ কয়েক বছর খেলেছিলেন জস বাটলার। ইংল্যান্ডের এই বিধ্বংসী উইকেট কিপার ব্য়াটার এবার দরাজ সার্টিফিকেট দিলেন বৈভবকে। প্রাক্তন ২ কিংবদন্তি বাঁহাতি ব্যাটারের সঙ্গে তুলনা টানলেন বৈভবের।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে গত আইপিএলে ৩৫ বলে শতরান হাঁকিয়েছিল বৈভব। সেই গুজরাত টাইটান্সের হয়েই খেলছিলেন গত মরশুমে বাটলার। চোখের সামনে বৈভবের অনবদ্য ইনিংসের সাক্ষী ছিলেন। সিরাজ, প্রসিদ্ধ, রশিদের মত বোলারদের একের পর এক বল গ্যালারিতে ফেলছিল ১৪ বছরের কিশোর। ইংল্যান্ড তারকা বলছেন, ''বৈভবের ব্যাট স্য়ুইন অসাধারণ। এটা অনেকটা বড় বিবৃতি দেওয়া হয়ে যাবে। কিন্তু আমার মনে হয় বৈভবের ব্যাট স্যুইং অনেকটা ব্রায়ান লারা ও যুবরাজ সিংহের মত।''
বৈভবকে রাজস্থান দলে নিয়েছিল তখন তাঁর বয়স ছিল ১৩। যা দেখে চমকে গিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। তিনি বলছেন, ''নিলামের মঞ্চে যখন আমি বৈভবকে নিতে দেখলাম রাজস্থানকে। তখন আমিও অবাক হয়ে গিয়েছিলাম। মানে এটা সত্যি হতে পারে! আইপিএলে বিশ্বমানের প্লেয়াররা খেলেন। এত বড় টুর্নামেন্টে প্রাপ্তবয়স্কদের খেলায় এভাবে একজন ১৪ বছরের ছেলেকে দেখে বিশ্বাস করতে পারিনি। কিন্তু যখন ও আইপিএলে সেঞ্চুরি হাঁকাল, তখন সত্যিই বিশ্বব্যাপী ওর প্রশংসা ছড়িয়ে গিয়েছিল।''
সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে প্রথম একাদশে সুযোগ পেয়ে যায় বৈভব সূর্যবংশী। সাত ইনিংসে ২৫২ রান করেছিল সে। ৩৬ গড়ে রান তুলেছিল। স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫। ফ্র্যাঞ্চাইজির জার্সিতে এই মরশুমে পঞ্চম সর্বাধিক রানের মালিক হয়েছে বৈভব। ইংল্যান্ডের মাটিতে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছিল বৈভব। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হবে ২৭ জুন থেকে। ইংল্যান্ডগামী ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পেয়েছে বৈভব। যে দলের অধিনায়ক আইপিএলে চেন্নাই সুপার কিংসের নজর কাড়া আয়ুষ মাত্রে। ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে একটি প্রস্তুতি ম্য়াচে অংশ নিয়েছিল বৈভব। সেখানেও বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে তাকে। ৯০ বলে ১৯০ রান হাঁকিয়েছিল সে।




















