Champions Trophy 2025: ''২৩ ফেব্রুয়ারি সব ভারতবাসীর হৃদয় জিতে নেবেন বিরাটরা", কেন এমন বললেন প্রাক্তন ক্রিকেটার?
Indian Cricket Team: সমালোচনার তীরে বিদ্ধ ভারতীয় ক্রিকেট দলের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়েও মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার।
নয়াদিল্লি: টেস্ট সিরিজে ধারাবাহিক ব্যর্থতা। গোটা দেশবাসীর কাছে এখন ভিলেন বিরাট কোহলি, শুভমন গিল, রোহিত শর্মারা। সোশ্য়াল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন প্রত্যেক ক্রিকেটপ্রেমী। রোহিত শর্মার অধিনায়কত্ব ও ফর্ম, বিরাট কোহলির একের পর এক ম্য়াচে খোঁচা মেরে আউট হওয়া। তরুণ ভারতীয় ক্রিকেট দলের টেস্ট খেলার মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে। সমালোচনার তীরে বিদ্ধ ভারতীয় ক্রিকেট দলের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি বলেন করেন, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব সমালোচনার জবাব দেবে ভারতীয় দল।
নিজের সোশ্য়াল মিডিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্য়াচের প্রসঙ্গে টেনে আনেন। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে হাইভোল্টেজ মহারণের একটি। সেই ম্য়াচে চিরশত্রু পাকিস্তানকে হারিয়েই দেশের নায়ক হয়ে উঠবেন ফের রোহিত, বিরাটরা এমনটাই মনে করেন কাইফ। তিনি লেখেন, ''আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে হারিয়ে দেবে। দেশবাসীর প্রশংসা কুড়িয়ে নেবে গোটা দল। আমি নিশ্চিত এই বিষয়ে। সবাই বলে যে সাদা বলের ফর্ম্য়াটে আমরা বিশ্বসেরা দল। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে হলে আমাদের গুরুত্বপূর্ণ সময়ে টেস্ট ম্য়াচও জিততে হবে।''
কাইফ আরও লেখেন, ''আমরা শুধু সাদা বলের ফর্ম্য়াটেই দুরন্ত পারফর্ম করে এসেছি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে হলে প্লেয়ারদের টার্নিং ট্র্যাকে আরও বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। এছাড়াও সিমিং ট্র্যাকেও অনুশীলন সারতে হবে। নইলে আমরা কোনওভাবেই টেক্কা দিতে পারব না বিশ্বমানের দলগুলোকে।''
অস্ট্রেলিয়ায় খারাপ পারফরম্য়ান্সের পর দলের সিনিয়র দুই ক্রিকেটারকে খোঁচা দিয়ে সুনীল গাওস্কর জানিয়েছিলেন, ''প্রত্যেক খেলােয়াড়কে প্রতিটা সিরিজের জন্য নিজেকে তৈরি রাখতে হবে। যদি কেউ মানসিকভাবে প্রস্তুত না থাকে। তবে তাঁকে দলে নেওয়ার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা এমন কোনও প্লেয়ারকে চাই না, যে কিছুটা সময় দেশের জার্সিতে খেলবে ও কিছুটা সময় খেলার বাইরে থাকবে। বেশি কদর করা কোনও কোনও নির্দিষ্ট ক্রিকেটারকে, এগুলো একেবারেই উচিৎ নয়। সাম্প্রতিক ফলাফলই তার সবচেয়ে বড় নিদর্শন। আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা উচিৎ ছিল। কিন্তু আমরা ফাইনালে পৌঁছতেই পারলাম না।''
এদিকে, খারাপ পারফরম্য়ান্সের পরও হয়ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্বভার সামলাতে দেখা যাবে রোহিত শর্মাকেই। তবে টেস্টে ভাল পারফর্ম করলেও জয়সওয়ালের জন্য নিজের জায়গা করে নেওয়াটা কিছুটা চাপের। গিল এখানে এগিয়ে আছেন তাঁর থেকে।