Indian Cricket Team: বিরাট-রোহিতের বিবাদ মেটাতে আসরে নামতে হয়েছিল শাস্ত্রীকে, বিস্ফোরক দাবি শ্রীধরের
Rohit-Virat Spat: ২০১৯ সালের বিশ্বকাপের পর রোহিত-বিরাটের বিবাদ নিয়ে কানাঘুষো শোনা গেলেও, তৎকালীন ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বারবরই এই বিরোধের খবর অস্বীকার করা হয়েছিল।
নয়াদিল্লি: ভারতীয় দলের (Team India) দুই স্তম্ভ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। একজন ভারতের প্রাক্তন অধিনায়ক, অন্যজন বর্তমান অধিনায়ক। তবে কিছু সময় আগেই এই দুই মহাতারকার মধ্যে মতবিরোধের খবর বারংবার শিরোনামে এসেছে। যদিও তৎকালীন ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বারবরই এই বিরোধের খবর অস্বীকার করা হয়েছিল। তবে সম্প্রতি ভারতের প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধরের (R Sridhar) লেখা বইয়ে স্পষ্টভাবেই দলের অন্দরে বিভেদের ছবিটা ফুটে উঠেছে।
রোহিত-বিরাট বিভেদ
শ্রীধর 'কোচিং বিয়ন্ড: মাই ডেজ উইথ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম' নামক বইয়ে লেখেন, '২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর আমাদের সাজঘরে কী ঘটেছিল, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা রয়েছে, সংবাদমাধ্যমে অনেক কিছু বলা কওয়া হয়। আমরা শুনেছিলাম দল নাকি দুইটি পক্ষে ভাগ হয়ে গিয়েছিল। একটি পক্ষ রোহিতের দিকে ছিল এবং আরেকটি বিরাটের পক্ষে। শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় একজন নাকি অপরজনকে ফলো করা বন্ধ করে দিয়েছেন।'
শ্রীধর জানান বিশ্বকাপের পরেই রোহিত-বিরাটের বিবাদ মেটাতে মাঠে নামতে হয় তৎকালীন কোচ রবি শাস্ত্রীকেও (Ravi Shastri)। তিনি লেখেন, 'বিশ্বকাপের ১০দিন মতো পরে আমরা এক টি-টোয়েন্টি সিরিজ খেলতে আমরিকা যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। যুক্তরাষ্ট্রে নামার পর পরই রবি শাস্ত্রী বিরাট এবং রোহিতকে তাঁর ঘরে ডেকে পাঠান। ভারতীয় ক্রিকেটের স্বার্থে তাদের বিরোধ মিটিয়ে ফেলার জন্য অনুরোধ করেন। রবি বলেন, সোশ্যাল মিডিয়ায় যা হয়েছে হয়েছে, তবে তোমরা দলের দুই সবথেকে সিনিয়র সদস্য এবং এটা এখানেই থামা উচিত। আমি চাই তোমরা দলের স্বার্থে বিভেদ ভুলে একসঙ্গে মিলে দলকে এগিয়ে নিয়ে যাও।'
কোহলিকে পাঠানের পরামর্শ
হাতে আর মাত্র ৪ দিন। ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) প্রথম টেস্ট। আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দলের ব্যাটিং অনেকটাই নির্ভর করে থাকবে বিরাট কোহলির (Virat Kohli) ওপর। ব্যাট হাতে কোহলি কেমন করেন, দেখতে মুখিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।
ইদানীং স্পিনের বিরুদ্ধে কোহলির দুর্বলতা চোখে পড়ছে অনেকের। মনে করা হয়, পেসারদের বিরুদ্ধে কোহলি যেরকম দাপট দেখান, স্পিনারদের সামনে ততটা সপ্রতিভ নন। অস্ট্রেলিয়া দলে নাথান লায়নের মতো স্পিনার আছেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান (Irfan Pathan) জানিয়েছেন, স্পিনারদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করা উচিত কোহলির।
ইরফান বলেছেন, 'লায়ন ও আগরের স্পিন সামলানোর কথা ভাবতে হবে কোহলিকে। স্পিনারদের বিরুদ্ধে সমস্যায় পড়তে দেখা গিয়েছে ওকে। আমার মনে হয় ও স্পিনারদের বিরুদ্ধে আরও একটু আগ্রাসী ব্য়াটিং করতে পারে। কারণ স্পিনের বিরুদ্ধে ওর স্ট্রাইক রেট বেশ কম। জানি টেস্ট ক্রিকেটের কথা হচ্ছে, কিন্তু একটু আগ্রাসী হলে, বিশেষ করে নাথান লায়নের মতো স্পিনারদের বিরুদ্ধে, তাহলে উপভোগ্য লড়াই হবে। লায়ন পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নেয়। ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে বল বাইরের দিকে নিয়ে যেতে পারে। এটা বিরাটের মাথায় রাখা উচিত।'
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের তুরুপের তাস হতে পারেন কে? বেছে নিলেন প্রাক্তন কোচ