Manoj On Gambhir: জোর করে অশ্বিনকে অবসর নিতে বাধ্য করেছেন গম্ভীর? কী বলছেন মনোজ?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত অবস্থানে পৌঁছে গেছে ভারত।

কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের পর ভারতীয় দলকে বারবার লজ্জার মুখে পড়তে হচ্ছে। যার জন্য ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মনোজ তিওয়ারি। ভারতীয় দলের অন্দরে প্লেয়ারদের মধ্যে আত্মবিশ্বাস হারিয়ে গিয়েছে, এমনটাই মনে করেন মনোজ। এমনকী গম্ভীরের জন্যই দলের তিন সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন অবসর নিতে বাধ্য হয়েছেন বলেও মনে করেন বাংলার প্রাক্তন এই ক্রিকেটার।
এক সাক্ষাৎকারে মনোজ জানিয়েছেন, ''গম্ভীর কোচ হয়ে আসার পরই অশ্বিনের দলে ধারাবাহিক সুযোগ পাওয়া বন্ধ হয়ে যায়। অশ্বিনীকে সরিয়ে স্কোয়াডের বাইরে থেকে ওয়াশিংটন সুন্দরকে খেলানো শুরু হয়। এর মানে এটাই ছিল য়ে অশ্বিনের ওপর ভরসা ছিল না ভারতীয় দলের কোচের। অশ্বিনীকে এতটাই অস্বস্তিতে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট। যার জন্য়ই অস্ট্রেলিয়ায় আচমকাই অশ্বিন অবসর নিয়ে নিয়েছিল।''
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর গৌতম গম্ভীর বলছেন, "মানুষ খুব দ্রুত সবকিছু ভুলে যান। আমিই সেই মানুষ, যার কোচিংয়ে ইংল্যান্ডের মাটিতে তরুণ একটা দল নিয়েও সিরিজ ড্র করেছিল টিম ইন্ডিয়া। আপনারা সবাই নিউজিল্যান্ড সিরিজ নিয়েই কথা বলেন। কিন্তু আমিই সেই মানুষ, যার কোচিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপও জিতেছে দল। আমি আগেও বলেছি এই দলটা অনভিজ্ঞ। তাঁদের তৈরি হতে আরো সময় লাগবে। কিন্তু দ্রুত এই দল ঘুরে দাঁড়াবে। টেস্ট ক্রিকেটকে আরও বেশি করে গুরুত্ব দিতে শুরু করতে হবে। সবাইকে সেক্ষেত্রে এর দায় নিতে হবে। সংগঠিত প্রচেষ্টার মাধ্যমেই সাফল্য আসে। সর্বদা শুধু নজরকাড়া এবং প্রতিভাবান ক্রিকেটারের প্রয়োজন পড়ে না টেস্ট ক্রিকেটে। কম প্রতিভাবান তবে দৃঢ় চরিত্রের ক্রিকেটার হলেই চলবে।''
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অনিশ্চিত অবস্থানে পৌঁছে গেছে ভারত। গত বছর নিউজিল্যান্ডের কাছে হারের পর খারাপভাবে পিছিয়ে পড়ার পর, বর্তমান ধাক্কা আবারও WTC ফাইনালের আশা ঝুলিয়ে দিয়েছে। কোচ গম্ভীরের জমানায় ঘরের মাঠে এনিয়ে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া।




















