IND vs SA: রাঁচিতে ম্য়াচ জিতেছে ভারত, তবুও গম্ভীরকে খোঁচা দিয়ে একাদশ নিয়ে প্রশ্ন তুললেন অশ্বিন
Ravichandran Ashwin On Indian Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজের সময়ই এই ফর্ম্য়াটে অভিষেক করেছিলেন নীতীশ। প্রোটিয়াদের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজেও দলে ছিলেন তিনি।

চেন্নাই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। তিন ম্য়াচের সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু তবুও ভারতীয় একাদশে একজনকে না দেখতে পেরে ক্ষুব্ধ রবিচন্দ্রন অশ্বিন। হার্দিক পাণ্ড্য চোটের জন্য় এই মুহূর্তে দলের সঙ্গে নেই। কিন্তু এই পরিস্থিতিতে নীতীশ কুমার রেড্ডিকে কেন দলে রাখা হল না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন প্রাক্তন স্পিনার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওয়ান ডে সিরিজের সময়ই এই ফর্ম্য়াটে অভিষেক করেছিলেন নীতীশ। প্রোটিয়াদের বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজেও দলে ছিলেন তিনি। এই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন যে পেসার অলরাউন্ডার হিসেবে প্রথম ওয়ান ডে ম্য়াচে নীতীশ রেড্ডিকে পাওয়া যাবে। কিন্তু রাঁচিতে নীতীশকে দলে রাখা হয়নি। অশ্বিন বলছেন, ''হার্দিক পাণ্ড্য দলে ছিল না। এই পরিস্থিতিতে যদি নীতীশ রেড্ডিকে একাদশে রাখা না হয়, তাহলে কিন্তু একাদশ গঠনে কোথাও না কোথাও গলদ রয়েছে।''
তরুণ অলরাউন্ডার ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৬ ম্য়াচ খেলেছেন। তার মধ্য়ে ১০টি টেস্ট, ২টো ওয়ান ডে ও চারটি টি-টোয়েন্টি রয়েছে। টেস্টে ৩৯৬ রান, ওয়ান ডে ফর্ম্যাটে ২৭ ও টি-টোয়েন্টিতে ৯০ রান করেছেন। ঝুলিতে পুরেছেন মোট ১১ উইকেট। ২০২৪-২৫ বর্ডার গাওস্কর ট্রফির সময়ে বিরাট কোহলির হাত থেকে টেস্টের ডেবিউ ক্যাপ নিয়েছিলেন নীতীশ রেড্ডি।
চোটের জন্য ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে ছিলেন না গিল। বাকি দুটো ম্য়াচেও তাঁকে পাওয়া যাবে না। গিলের পরিবর্তে কে এল রাহুল সিরিজে নেতৃত্বে দিচ্ছেন ভারতীয় দলকে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী আজ, ১ ডিসেম্বরই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব শুরু করতে চলেছেন। খবর অনুযায়ী চণ্ডীগড়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর আগে তিনি মুম্বইয়ে ফিজিওথেরাপি সেশন করেই রওনা দিয়েছিলেন। আজই তিনি বাড়ি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবেন। গিল ঠিকঠাকভাবেই সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর কোনওরকম সমস্যা অনুভূত হয়নি বলেই খবর। এতদিন পর্যন্ত তিনি ব্যাটিং করেননি তবে বেঙ্গালুরুতে রিহ্যাব চলাকালীনই শুভমন গিল বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে ব্যাটিং করা শুরু করবেন।
এক আধিকারিক জানান, 'কলকাতা থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে মুম্বই, মুম্বই থেকে চণ্ডীগড় এবং বর্তমানে চণ্ডীগড় থেকে বেঙ্গালুরু, শুভমন গিল সম্প্রতি একাধিক বিমানে সফর করেছেন এবং তার এখনও পর্যন্ত কোনওরকম সমস্যা অনুভূত হয়নি। ওকে এবার মাঠে ফেরানোর লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে সেই নিয়ে কিন্তু তড়িঘড়ি করা হবে না। ঠিক যে সময়ে ও ১০০ শতাংশ ফিট হয়ে লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত হবে, তখনই ও মাঠে দলের ফিরবে। ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অল ফর্ম্যাট ক্রিকেটার এবং সকলেই চান ও যেন দ্রুত ফিট হয়ে মাঠে ফেরে।'




















