AB Deviliers On Virat: অভিন্ন হৃদয় বন্ধু এখন, একটা সময় কোহলিকেই পছন্দই করতে না এবি ডিভিলিয়ার্স
Virat Kohli: আইপিএলে দীর্ঘ সময়ে খেলেছেন এবিডি। যার সুবাদে বিরাটের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে তাঁর। কোহলি টেস্ট থেকে অবসরের পর প্রাক্তন প্রোটিয়া তারকা শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন কিং কোহলিকে।

ডারবান: দুটো আলাদা দেশের প্রতিনিধিত্ব করেন তাঁরা ২২ গজে। একজন পুরোপুরি প্রাক্তন। একজন দুটো ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন ইতিমধ্য়েই। কিন্তু এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি মাঠে ও মাঠের বাইরে কেমন বন্ধ তা ক্রিকেটপ্রেমী মানুষদের অবশ্য়ই জানা। আইপিএলে দীর্ঘ সময়ে খেলেছেন এবিডি। যার সুবাদে বিরাটের সঙ্গে বন্ধুত্ব গাঢ় হয়েছে তাঁর। কোহলি টেস্ট থেকে অবসরের পর প্রাক্তন প্রোটিয়া তারকা শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন কিং কোহলিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিডি জানিয়েছেন যে বিরাটকে নাকি একটা সময় একেবারেই সহ্য করতে পারতেন না তিনি। কিন্তুন কেন?
সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এবিডি জানান, ''বিরাট ক্রিকেটে আমার ভাইয়ের মত। কিন্তু ধীরে ধীরে আমি যত চিনতে পারলাম ওকে তত ওর সঙ্গে আমার বন্ধুত্ব আরও গাঢ় হল। ও আসলেই প্রতিপক্ষ হিসেবে একজন কঠিন চ্যালেঞ্জ ছিল। আমি খুব একটা পছন্দ করতাম না, কারণ ও ভীষণ প্রতিযোগিতা সম্পন্ন মনোভাব সম্পন্ন। আমার মতই অনেকটা। তাই আমার ওকে ভাল লাগত না শুরুতে।''
২০১১ সালে এবি ডিভিলিয়ার্স আরসিবিতকে আসেন দিল্লি ডেয়ারডেভিলস থেকে। এরপরই বিরাটের নেতৃত্বে খেলা শুরু হয় ২০১৩ মরশুম থেকে। ২০২১ সালে আইপিএল থেকেও অবসর নেন এবিডি। এই সময়ের মধ্যে বিরাটের সঙ্গে বন্ধুত্ব বেড়ে ওঠে এবিডির। এমনকী দুজনে মিলে আইপিএলের ইতিহাসে একাধিক রেকর্ড গড়া পার্টনারশিপও গড়ে তোলেন। কোনও একটি ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ে তোলেন দুজনে। আইপিএলে একসঙ্গে ব্যাটিং করে ৭৬ ম্য়াচে ৩১২৩ রান করেছেন বিরাট-এবিডি জুটি। ১০টি শতরানের বেশি পার্টনারশিপ রয়েছে।
এবিডি বলছেন, ''আমরা দুজনেই জিততে খুব ভালবাসি। দলের মধ্য়ে সবসময় স্বাস্থ্যকর একটা পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য থাকে। আরসিবিতে আসার পর আমি ওকে চিনতে ও জানতে শুরু করেছিলাম। আমরা এরপর পারিবারিক বন্ধুও হয়ে উঠেছি ধীরে ধীরে। উইকেটের মাঝে সেরা পার্টনারশিপ গড়া থেকে শুরু করে দুজনেই একে অপরের ভাই হয়ে উঠি। আমি ওর সঙ্গে মাঠে কাটানো প্রতিটা মুহূর্তে ভীষণ উপভোগ করেছি।''
এদিকে, আজ থেকে ফের শুরু হতে চলেছে আঠারোতম আইপিএলের বাকি ম্য়াচগুলো। প্রথম ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে আজ শনিবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে আরসিবি। নিঃসন্দেহে লাইমলাইট থাকবে বিরাট কােহলির ওপরই। টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথম বার মাঠে নামতে চলেছেন কিং কোহলি।




















