Viral: ''রণতুঙ্গা ভাল আছেন তো?'', বিশ্বজয়ী লঙ্কা অধিনায়কের ভাইরাল ছবি দেখে কী বলছে সোশ্যাল মিডিয়া?
Viral Pic: তাতে দেখা যাচ্ছে যে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব ও তাঁর সঙ্গে দাঁড়িয়ে আরও এক ভদ্রলোক। তিনিও নাকি বিশ্বকাপ জিতেছেন।
কলম্বো: এদিন সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই একটা ছবি বেশ ভাইরাল। ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সের হ্যান্ডেলে সবেতেই সেই ছবি ঘুরছে। তাতে দেখা যাচ্ছে যে বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব ও তাঁর সঙ্গে দাঁড়িয়ে আরও এক ভদ্রলোক। তিনিও নাকি বিশ্বকাপ জিতেছেন। হ্যাঁ, ছবিটা যাঁরা এতক্ষণে দেখে ফেলেছেন, তাঁর হয়ত অনেকই উত্তর পেয়ে গিয়েছেন এই মানুষটি কে, কিন্তু যাঁরা দেখেননি, তাঁরা কি বলতে পারবেন? আসলে ছবিটি অর্জুন রণতুঙ্গার। সেই ছবিটি ভাইরাল হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করেছেন যে বিশ্বকাপজয়ী লঙ্কা অধিনায়ক আদৌ সুস্থ আছেন কি না।
What happened to Ranatunga? Is he alright?
— Devananth (@DevAKoppite) July 16, 2024
সোশ্য়াল মিডিয়ায় ঘোরাঘুরি করা ছবিতে আসলে তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়কের সঙ্গে দেখা যাচ্ছে অর্জন রণতুঙ্গাকে। হ্যাঁ, সত্যিই ইনিই অর্জুন রণতুঙ্গা। ১৯৯৬ সালে যাঁর নেতৃত্বে শেষবার শ্রীলঙ্কা ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এমন অদ্ভুত পরিবর্তন চেহারায়? বয়স বেড়েছে, স্বভাবতই তাঁর তো শারীরিকভাবে ভেঙে পড়ার কথা। কিন্তু ছবিতে তো পুরো উল্টোটাই দেখা যাচ্ছে। ক্রিকেটার হিসেবে থাকার সময় যেমন ছিলেন, তার থেকেও যেন অনেকাংশে ফিট মনে হচ্ছে প্রাক্তন লঙ্কা অধিনায়ককে।
Two World Cup winning captains. pic.twitter.com/zJane9Oq0u
— Rex Clementine (@RexClementine) July 16, 2024
ছবিতে দেখা যাচ্ছে যে কপিল দেব ও অর্জুন রণতুঙ্গা পাশাপাশি দাঁড়িয়ে আছেন। সেখানে দেখা যাচ্ছে যে টি শার্ট পরে আছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে যে ধবধবে সাদা চুল। শরীরের মেদ অনেক ঝড়িয়েছেন। কিন্তু তিনি কি আদৌ সুস্থ আছেন কি না তা এখন অনেকের প্রশ্ন। অনেকেই আবার অর্জুন রণতুঙ্গার এই ছবি দেখে খুশি হয়েছেন। তাঁদের মনে হয়েছে যে প্রাক্তন লঙ্কা অধিনায়ককে অনেক ফিট লাগছে আগে তুলনায়।
উল্লেখ্য়, ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে। আগামী ২৭ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে পাল্লেকেলে স্টেডিয়ামে খেলতে নামবে দু শিবির। টি-টোয়েন্টির পর ওয়ান ডে সিরিজও রয়েছে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে চলতি বছরে আর কোনও ওয়ান ডে সিরিজে খেলবে না ভারত। সেক্ষেত্রে এই সিরিজের ওপরই নির্ভর করতে পারে ভারতের চ্য়াম্পিয়ন্স ট্রফির দল কেমন হবে।
আরও পড়ুন: তিনিই ভারতের সবচেয়ে বড় স্পোর্টস আইকন, এবার ক্রিকেটের বাইরেও গলা ফাটাতে প্রস্তুত বিরাট