Shah Rukh Khan on Gambhir: শাহরুখের রাজি হওয়ার অপেক্ষা? কেকেআরের হয়ে সাফল্য পেলেই ছাড়তে হয় চাকরি?
T20 World Cup: টি-২০ বিশ্বকাপের পরই রোহিত শর্মাদের কোচ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। তিনি আর ভারতের কোচ থাকতে রাজি নন।
কলকাতা: আইপিএলে বরাবরই একটা অস্থিরতা তাড়া করে বেড়ায় কলকাতা নাইট রাইডার্সকে (KKR)। দলের হয়ে কেউ সফল হলেই তিনি চলে আসেন অন্য কোনও দলের নিশানায়। যে ছবিটা পাল্টাল না এবারও। আইপিএলে দশ বছর পর কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। যে সাফল্য এসেছে মেন্টর গৌতম গম্ভীরের হাত ধরে। মেন্টর হিসাবে ফিরেই যিনি এক দশকের খরা কাটিয়ে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন। আর তারপর থেকেই জোর জল্পনা, গম্ভীরকে এবার ভারতীয় দলের কোচ হিসাবে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
টি-২০ বিশ্বকাপের পরই রোহিত শর্মাদের কোচ হিসাবে মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। তিনি আর ভারতের কোচ থাকতে রাজি নন। তাই দেখা যাবে নতুন মুখ। তারপর থেকেই আলোচনায় গম্ভীর। ভারতের জার্সিতে ওয়ান ডে বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ জিতেছেন গম্ভীর। অধিনায়ক হিসাবেও দুরন্ত ট্র্যাক রেকর্ড গম্ভীর। কেকেআরকে দিয়েছেন জোড়া আইপিএল ট্রফি। আইপিএল ফাইনালের পর চেন্নাইয়েই গম্ভীরের সঙ্গে একদফা আলোচনা সারেন বোর্ড সচিব জয় শাহ। শোনা যাচ্ছে, দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন জয় শাহ ও গম্ভীর - দুজনই।
জাতীয় ক্রিকেটের স্বার্থেই কি তবে কেকেআরের দায়িত্ব ছেড়ে জাতীয় দলের কোচ হতে রাজি হয়ে যাবেন গম্ভীর? ২৭ মে ছিল ভারতীয় দলের কোচের পদে আবেদন করার শেষ দিন। গম্ভীর সেদিনই আবেদন করে দিয়েছেন কি? এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা গৌতি, কেউই মুখ খোলেনি।
২০১২ ও ২০১৪ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ট্রেভর বেলিসের প্রশিক্ষণে। কেকেআরের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কথা হচ্ছিল বেলিসের। সেই সময়ই ইংল্যান্ড ও ওয়েলশ বোর্ডের কর্তা তথা প্রাক্তন ইংরেজ ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রস তাঁকে ইংল্যান্ডের জাতীয় দলের দায়িত্ব নিতে বলেন। শুরুতে রাজি হননি বেলিস। অস্ট্রেলীয় কোচের কাছে ফের একবার প্রস্তাব দেন স্ট্রস। এবার আরও লোভনীয় চুক্তির। রাজি হয়ে যান বেলিস। ছেড়ে দেন কেকেআরের চাকরি।
এক সময় কেকেআরের সহকারী কোচ হিসাবে কাজ করা ম্যাথু মটকে ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেট দলের কোচ হিসাবে নিয়োগ করেছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও মটকে দেখা যাবে জশ বাটলারদের শিবিরে।
২০২১ সালে যাঁর প্রশিক্ষণে আইপিএল ফাইনালে পৌঁছেছিল কেকেআর, সেই ব্রেন্ডল ম্যাকালামকে কোচ করে ইংল্যান্ড। ফের একবার কোচ-হীন হয়ে পড়ে কেকেআর। এবার গম্ভীরকে নিয়েও একই অঙ্ক। রাজি হবেন শাহরুখ খান?
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগে মার্কিন মুলুকে প্রস্তুতি শুরু বুমরা-সূর্যদের, কী বার্তা দিলেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।