Gambhir on Kohli: লড়াইটা শুধু মাঠে, কোহলির সঙ্গে সম্পর্কের সমীকরণ প্রসঙ্গে দাবি গম্ভীরের
Gautam Gambhir: কোহলির সঙ্গে আইপিএল ২০২৩-এ বিবাদ প্রসঙ্গে গম্ভীর অতীতে জানিয়েছিলেন তিনি সেক্ষেত্রে কেবল নিজের দলের খেলোয়াড়ের পাশেই দাঁড়িয়েছিলেন।
মুম্বই: বিরাট কোহলি (Virat Kohli) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যেকার মতবিরোধ এ বছরের আইপিএলেই ফের একবার প্রকাশ্যে চলে আসে। দিল্লি তথা ভারতীয় দলের দুই তারকার ঝামেলা শিরোনাম কেড়ে নিয়েছিল। তবে গম্ভীর কিন্তু স্পষ্ট জানিয়ে দেন কোহলির সঙ্গে তাঁর যা মতবিরোধ, যা ঝগড়া, ঝামেলা, সেটা কেবল মাঠ অবধিই সীমাবদ্ধ। মাঠের বাইরে তাঁদের মধ্যে তেমন কোনও বিরোধ নেই।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে গৌতম গম্ভীরকে কোহলি প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞেস করা হয় কোন বোলারের বিরুদ্ধে কোহলি নিজের ৫০তম ওয়ান ডে শতরানটি পূর্ণ করেন। গম্ভীর বিন্দুমাত্র সময় না নিয়ে সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন বোলারের নাম লকি ফার্গুসন। গম্ভীরের এত দ্রুত জবাবে সেখানে উপস্থিত সকলেই চমকে যান। পরিস্থিতি বুঝতে পেরে গম্ভীর মুচকি হেসে বলেন, 'আপনারা এটা বারংবার টিভিতে দেখাবেন। আমার সবকিছু মনে থাকে। আমার ক্ষেত্রে লড়াইটা কেবল মাঠেই সীমাবদ্ধ থাকে।'
আইপিএল ২০২৩-এ লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ শেষে কোহলি ও গম্ভীরকে ঝামেলায় জড়াতে দেখা যায়। উক্ত ম্যাচে কোহলি এবং নবীম উল হক ম্যাচের শেষের দিকে কথা কাটাকাটিতে জড়ান। ম্যাচ শেষেও তাঁর রেশ বজায় থাকে। তৎকালীন লখনউয়ের মেন্টর গম্ভীরের সঙ্গে এরপর ম্যাচ শেষে ঝামেলায় জড়ান কোহলি। এটা প্রথমবার নয়। এক দশক আগে ২০১৩ সালের আইপিএলেও দুই তারকাকে একে অপরের সঙ্গে কথা কাটাকাটিতে জড়াতে দেখা গিয়েছিল। তবে এ বারের ঘটনার পর গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কেবল নিজের দলের খেলোয়াড়ের পাশেই দাঁড়িয়েছিলেন। নবীনের জায়গায় অন্য কেউ থাকলেও, তিনি একই কাজ করতেন।
তিনি বলেন, 'শুধু নবীন উল হক নন, ওইখানে যে খেলোয়াড় থাকত, আমি তারই পাশে দাঁড়াতাম। আমি তো আমার দলের খেলোয়াড়ের পাশে দাঁড়াবই। আমি এমনই। অন্যজনের সমর্থকসংখ্যা বেশি বলে কি তাঁর বিরুদ্ধে কিছু বলা যাবে না? আর আমি যদি আমার খেলোয়াড়ের সমর্থনে নাই দাঁড়াতে পারি, তাহলে আমার ওই সাজঘরে থাকার কোনও মানে হয় না।' তবে সাম্প্রতিক এই মন্তব্যে গম্ভীর ফের একবার স্পষ্ট করে দিলেন যে তাঁর বিরোধটা শুধু মাঠেই ছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: শেষবেলায় বল হাতে হরমনপ্রীত জাদু, অজ়িদের বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ ভারতের হাতে