(Source: ECI/ABP News/ABP Majha)
Gambhir On Kohli: কোহলির সঙ্গে পুরনো তিক্ততা কি ড্রেসিংরুমে প্রভাব ফেলবে? খোলামেলা জবাব দিলেন গম্ভীর
Gautam Gambhir: আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে তো কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল গম্ভীর ও কোহলির।
মুম্বই: তাঁদের দুজনের সম্পর্কের তিক্ততা নিয়ে জল্পনা বহুদিনের। একই রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে উত্থান। তবু দিল্লির দুই ক্রিকেটার - গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও বিরাট কোহলির (Virat Kohli) মধ্যে কখনওই খুব একটা সদ্ভাব ছিল বলে শোনা যায় না। বরং মাঠেও একাধিকবার দেখা গিয়েছে রেষারেষির ছবি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে তো কার্যত হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়েছিল গম্ভীর ও কোহলির।
সেই গম্ভীরই এখন ভারতীয় দলের কোচ। যে দলের সেরা ব্যাটিং অস্ত্র কোহলি। তাঁদের সম্পর্কের তিক্ততা মাঠে কোনও প্রভাব ফেলবে? গম্ভীরের কোচ হওয়ার দিন থেকেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। যদিও গত আইপিএলে ভিন্ন ছবি দেখা গিয়েছিল। প্রথমে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলি-গম্ভীরের কথোপকথন দেখা গিয়েছিল। পরে ইডেনে আরসিবি যখন কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলতে এসেছিল, গম্ভীরকে দেখা গিয়েছিল কোহলিকে আলিঙ্গন করতে। হাসি মুখে গল্প করেছিলেন দুই তারকা। সম্পর্কের বরফও হয়তো তখনই গলা শুরু।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে শুরু হচ্ছে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে গম্ভীরের নতুন ইনিংস। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই গম্ভীরকে শুনতে হল কোহলিকে নিয়ে প্রশ্ন। গুরু গম্ভীর অবশ্য তাঁর সঙ্গে কোহলির সম্পর্কের তিক্ততা পুরোটাই সংবাদমাধ্যমের মনগড়া বলে ব্যাখ্যা করলেন।
গুরু গম্ভীর বলেছেন, 'আমাদের দুজনের সম্পর্ক খুব ভাল। ও বিশ্বমানের অ্যাথলিট। আমাদের একে অপরের জন্য গভীর শ্রদ্ধা রয়েছে।' তিনি যোগ করেছেন, 'আমাদের মধ্যে মেসেজ আদান প্রদানও হয়েছে। দুজনেরই এখন একটাই লক্ষ্য। দেশের ১৪০ কোটি মানুষকে গর্বের মুহূর্ত উপহার দেওয়া।'
কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হয়েই গম্ভীর ঘোষণা করেছিলেন, দলে কোনও সিনিয়র-জুনিয়র বা ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটারের ভেদাভেদ থাকবে না। জাতীয় দলের দায়িত্ব নিয়েও কার্যত একই সুর। গম্ভীর বলেছেন, 'ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়াটা গুরুত্বপূর্ণ। আমি সেটাতে পুরোপুরি বিশ্বাস করি। আমার সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক হেড কোচ ও প্লেয়ারের মতো হবে না। আমার কাছে এই সম্পর্ক হল বিশ্বাসের আর সেটাই জরুরি। আমি ছেলেদের বলতে পারি, আমার দিক থেকে সব সময় পূর্ণ সমর্থন থাকবে। আমি সব সময় বলে এসেছি ড্রেসিংরুম খুশি হলেই সাফল্য আসবে। সব সাপোর্ট স্টাফদের সঙ্গে সেটা তৈরি করা আমারও দায়িত্ব। একটা সুখী ও নিশ্চিন্ত ড্রেসিংরুম তৈরি করা। আমি খুব একটা জটিল করে ফেলতে চাই না।'
আরও পড়ুন: দাদার বিয়ের দিন গরহাজির সৌরভ-ডোনা! কেন এড়িয়ে গেলেন অনুষ্ঠান?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।