Gautam Gambhir: লড়াইটা সেই ব্যাট বলের, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ গম্ভীর
India vs Pakistan: ২৩ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে একে অপরের মুখোমুখি হতে চলেছে।

নয়াদিল্লি: আর তিন সপ্তাহও বাকি নেই। ভারত বনাম ইংল্যান্ড সিরিজ় শেষ হওয়ার কার্যত পরপরই শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) । আর যে কোনও আইসিসি ইভেন্টেই ক্রিকেটপ্রেমীরা যেই ম্যাচের দিনক্ষণ সবথেকে আগে দেখার জন্য তৎপর হন, তা হল ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে বরাবরই বাড়তি উত্তেজনা, উন্মাদনা, আবেগ কাজ করে। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার অন্যথা হচ্ছে না। ২৩ ফেব্রুয়ারি ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারতীয় দলের হয়ে বহুদিন খেলেছেন গম্ভীর। পাকিস্তানের বিরুদ্ধে অতীতে বেশ স্মরণীয় কিছু লড়াইও রয়েছে তাঁর। তবে গম্ভীরের মতে এই ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের আবেগ জুড়ে থাকলেও এইটা তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বপ্নপূরণের পথে একটি ধাপ মাত্র। ভারতীয় কোচ বলেন, '২৩ তারিখের ম্যাচটা সবথেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমন চিন্তাভাবনা নিয়ে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামব না। পাঁচটা ম্যাচের সবকয়টিই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য দুবাইয়ে গিয়ে একটি ম্যাচ নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টটা জেতা। তবে হ্যাঁ, ওই একটা ম্যাচ যদি চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য প্রয়োজনীয় হয়, তাহলে আমরা যতটা সম্ভব নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।'
গম্ভীর আরও যোগ করেন, 'ভারত ও পাকিস্তান, দুই দেশ একে অপরের মুখোমুখি হলে স্বাভাবিকভাবেই আবেগ, উত্তেজনা একটু বেশিই থাকে। তবে দিনের শেষে লড়াইটা তো সেই ব্যাট ও বলেরই।' আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার বড় ভূমিকা রয়েছে বলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর।
চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট জিতে গোটা দলকেই ভাল পারফর্ম করতে হয়। তবে টিম ইন্ডিয়ার সাজঘরে রোহিত ও কোহলি থাকার গুরুত্ব অপরিশীম বলেই মনে করছেন গৌতম গম্ভীর। 'রোহিত এবং বিরাট, দুইজনের ভারতীয় সাজঘরে জুড়ি মেলা ভার। ভারতীয় ক্রিকেটে ওদের গুরুত্ব অপরিশীম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের অনেকটা দায়িত্ব নিতে হবে।' তিনি আরও যোগ করেন, 'আমি তো আগেও বলেছি, ওরা দেশের হয়ে খেলতে, ভাল পারফর্ম করার জন্য সবসময় মুখিয়ে থাকে। দেশের জন্য কিছু করার প্যাশানটা রয়েছে ওদের মধ্যে।'
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত, কোহলির ভূমিকা নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
