Gambhir on Rohit-Kohli: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত, কোহলির ভূমিকা নিয়ে মুখ খুললেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর
ICC Champions Trophy 2025: ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দল নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে।

নয়াদিল্লি: বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ় খেলছে ভারতীয় দল। এরপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জয়ের স্বপ্ন নিয়ে মরুশহরে খেলতে নামবে টিম ইন্ডিয়া। প্রাথমিকভাবে টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) দলে জায়গা পাওয়া নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা থাকলেও, দুই তারকাই দলে সুযোগ পেয়েছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই তারকার বিরাট ভূমিকা রয়েছে বলে সাফ জানিয়ে দিলেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট জিতে গোটা দলকেই ভাল পারফর্ম করতে হয়। তবে টিম ইন্ডিয়ার সাজঘরে রোহিত ও কোহলি থাকার গুরুত্ব অপরিশীম বলেই মনে করছেন গৌতম গম্ভীর। 'রোহিত এবং বিরাট, দুইজনের ভারতীয় সাজঘরে জুড়ি মেলা ভার। ভারতীয় ক্রিকেটে ওদের গুরুত্ব অপরিশীম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের অনেকটা দায়িত্ব নিতে হবে।' তিনি আরও যোগ করেন, 'আমি তো আগেও বলেছি, ওরা দেশের হয়ে খেলতে, ভাল পারফর্ম করার জন্য সবসময় মুখিয়ে থাকে। দেশের জন্য কিছু করার প্যাশানটা রয়েছে ওদের মধ্যে।'
প্রসঙ্গত, এই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন ঘিরে দীর্ঘদিন ধরেই না না বিতর্ক বেঁধেছে। টুর্নামেন্ট আয়োজন ঘিরে জট কাটলেও বিতর্ক যেন শেষ হচ্ছে না।প্রতিটি আইসিসি ইভেন্টের আগে আয়োজক দেশে একবার প্রত্যেক দলের ক্যাপ্টেনদের নিয়ে ফটোশ্যুটের আয়োজন হয়ে থাকে। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয়ত তেমনটা হচ্ছে না। তার অন্য়তম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে রোহিত শর্মার পাকিস্তানে না যাওয়া। সূত্র মারফৎ জানা গিয়েছে যে রোহিত শর্মাকে পাকিস্তানে ক্যাপ্টেনদের ফটোশ্যুটে উপস্থিত থাকার ব্য়াপারে সবুজ সংকেত দেয়নি বোর্ড। তাই তিনি হয়ত যাচ্ছেন না। তার জন্য পুরো ফটোশ্যুটের অনুষ্ঠানই বাতিলের পথে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে অবশ্য বিষয়টিকে অন্যভাবে তুলে ধরা হচ্ছে। তাদের তরফে জানানো হয়েছে যে প্রতিটি দলের ঠাসা সূচি রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তার জন্যই অধিনায়কদের নিয়ে ফটোশ্যুটের প্ল্যানিং বাতিলের ভাবনা চিন্তা করা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির কিছুদিন আগে পর্যন্তও ওয়ান ডে সিরিজ খেলবে। অস্ট্রেলিয়া আবার টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এরপর ওয়ান ডে সিরিজও খেলবে তাঁরা। তবে পিসিবি সূত্র জানিয়েছেন, আগামী ১৬ ফেব্রুয়ারি লাহোরে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।
আরও পড়ুন: ঘরের মাঠে নিয়মরক্ষার ম্যাচে নজরে অধিনায়ক সূর্যকুমারের ফর্ম, সিরিজ় ৪-১ করতে পারবে ভারত?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
