BCCI: কিউয়িদের বিরুদ্ধে ব্যর্থতা, অজ়িভূমে হার সত্ত্বেও কোচ গম্ভীরের আস্থা, দলে থাকছেন রোহিত, বিরাটও
Indian Cricket Team News: বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যর্থতার পর শোনা যাচ্ছিল বিরাট ও রোহিতকে হয়তো আর জাতীয় টেস্ট দলে সুযোগ দেওয়া হবে না বলে রিপোর্টে দাবি করা হচ্ছিল।
নয়াদিল্লি: ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ। তারপরে অজ়িভূমেও প্রথম টেস্ট জয়ের পর ১-৩ স্কোরলাইনে সিরিজ় হার। পরপর দুই হতাশাজনক সিরিজ়ের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের চেয়ার টলমল বলেই মনে করা হচ্ছিল। দলের দুই সবথেকে সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মার খারাপ ফর্মের জেরে তাঁদের দলে জায়গা নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন।
বর্ডার-গাওস্কর ট্রফিতে রোহিত শর্মা ছয় ইনিংসে ৩১ রান করেছিলেন। বিরাট কোহলির ব্যাট থেকে প্রথম টেস্টে শতরান এলেও তারপর থেকে একবারও পঞ্চাশ রানের গণ্ডি অবধি পার করতে পারেননি তিনি। তাঁর মোট সংগ্রহ ১৯০ রান। ২৩.৯৫ গড়ে রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্সের পরেই তারকা ত্রয়ীর ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে IANS-র রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি জনের ভবিষ্যৎ নিশ্চিত।
খবর অনুযায়ী খারাপ পারফরম্যান্সের ময়নাতদন্তের জন্য ভারতীয় বোর্ডের তরফে শীঘ্রই একটি বৈঠক আয়োজিত হবে বটে, তবে তাতে কাউকেই বাতিল করা হচ্ছে না। গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'একটা রিভিউ মিটিংয়ের আয়োজন করা হবে, তবে তাতে কাউকেই ছাঁটাই করা হবে না। ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের জন্য তো আর কোচকে সরিয়ে দেওয়া যায় না। গম্ভীর হেড কোচের পদে বহাল থাকবেন এবং বিরাট ও রোহিত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলবেন।'
এর আগে সিডনি টেস্টের আগে এক রিপোর্টে দাবি করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এক বিসিসিআই আধিকারিক পিটিআইকে জানান, 'এখানে এখনও আরেকটি টেস্ট ম্যাচ রয়েছে এবং তারপর চ্যাম্পিয়ন ট্রফি আছে। যদি দলের এই পারফরম্যান্সে উন্নতি না হয়, তা হলে কিন্তু গৌতম গম্ভীরের জায়গাও পাকা নয়।'
গৌতম গম্ভীর নাকি ভারতীয় দলের কোচ হিসাবে একেবারেই প্রথম পছন্দ ছিলেন না, বরং তাঁকে দিয়ে কোনওরকমে ঠেকা দেওয়ার কাজ চালানো হচ্ছে, বিস্ফোরক মন্তব্য শোনা গেল ওই সূত্রের মুখে। 'ওঁ তো কোনওসময় বিসিসিআইয়ের প্রথম পছন্দ ছিলেনই না (ভিভিএস লক্ষ্মণ প্রথম পছন্দ)। পরিচিত বিদেশি কোচেরা আবার তিন ফর্ম্যাটের দায়িত্ব নিতে চাননি। তাই ওকে কোচ করে ঠেকা দেওয়া হয়েছে। এছাড়াও অবশ্যই আরও কয়েকটা কারণ ছিল বটে।' বলেন তিনি। তবে সাম্প্রতিক রিপোর্ট যে ভিন্ন কথা বলছে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: চাহালের সঙ্গে বিচ্ছেদের জল্পনা, নেটপাড়ায় প্রবল কটাক্ষের শিকার হয়ে অবশেষে মুখ খুললেন ধনশ্রী