Gambhir on Coaching India: তিনিই কি ভারতীয় পুরুষ দলের পরবর্তী কোচ হতে চলেছেন? জল্পনার জবাবে কী বললেন গম্ভীর?
Indian Cricket Team: দ্রাবিড় পরবর্তী জমানায় অনেক প্রাক্তনীই গম্ভীরকে ভারতীয় কোচের পদে দেখতে চাইছেন। গম্ভীর নিজেও ভারতীয় দলকে কোচিং করাতে চান বলে জানিয়েছিলেন।
কলকাতা: মাসখানেক আগেই শহরের ফ্র্যাঞ্চাইজিকে মেন্টর হিসাবে এক দশকেরও বেশি সময় পর আইপিএল খেতাব জিতিয়েছিলেন। তারপরে এই শহরে এলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তাঁকে আবার ভারতীয় দলের (Indian Cricket Team) পরবর্তী কোচ হওয়ার সবথেকে বড় দাবিদার মনে করা হচ্ছে। সেই বিষয়ে মুখ খুললেন গম্ভীর।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই রোহিত শর্মাদের কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। তারপর যে দ্রাবিড় আর কোচের পদে থাকবেন না, তা নিশ্চিতভাবে জানিয়ে দিয়েছেন তিনি। দ্রাবিড় পরবর্তী জমানায় অনেক প্রাক্তনীই গম্ভীরকে ভারতীয় কোচের পদে দেখতে চাইছেন। গম্ভীর নিজেও ভারতীয় দলকে কোচিং করাতে চান বলে জানিয়েছিলেন। ইতিমধ্যে গম্ভীরের ইন্টারভিউও হয়ে গিয়েছে বলে খবর। তাহলে কী তিনিই ভারতের কোচ হতে চলেছেন? গম্ভীর কিন্তু বেশি আগে ভাবতে চাইছেন না।
তিনি সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানে এসে বলেন, 'আমি এত দূরের কথা ভাবি না। এই ধরনের প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয়। আমি এটুকু বলতে পারি যে আমি এখন যেখানে রয়েছি, সেখানে খুশি। সদ্যই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে একটা দারুণ সফর করেছি। সেটা উপভোগ করি। বর্তমানে খুব আনন্দেই আছি।'
এরপরেই নিজের কোচিং প্রসঙ্গে কথা বলতে গিয়ে গম্ভীরের স্পষ্ট মত, দলগত খেলায় দলটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কাউকে বাড়তি প্রাধান্য দেওয়ার কোনও মানে হয় না। তিনি বলেন, 'দলগত খেলায় দলের গুরুত্ব সবথেকে বেশি। হ্যাঁ, দলের হয়ে ব্যক্তিগত অবদান থাকে, তবে ব্যক্তি বিশেষের থেকে দলের ১১ জনকে যদি সমানভাবে দেখা হয়, যদি সম্নান জানানো হয়, সমান দায়িত্ব দেওয়া হয়, তাহলে দিনের শেষে সাফল্যের পরিমাণটা অনেক অনেক বেশি হয়। একট প্রতিষ্ঠানে দ্বিচারিতার কোনও জায়গা থাকতে পারে না।'
গম্ভীর এর আগেও দলের থেকে ব্যক্তিগত কৃতিত্বকে বাড়তি প্রাধান্য দেওয়া নিয়ে সরব হয়েছিলেন। তিনি ফের একবার এদিনও একই কথা বললেন। তবে এখনও পর্যন্ত মেন্টর গম্ভীরের ফিলোজফি যে ব্যর্থ হয়নি। তা বলাই বাহুল্য। তাঁর হাতেই শেষমেশ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ব্যাটন উঠে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।