Sundar Pichai on Jasprit Bumrah: বুমরার 'খুঁজে দেখ' মন্তব্যে মজাদার প্রতিক্রিয়া গুগল সিইও সুন্দর পিচাইয়ের
Jasprit Bumrah: ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের ত্রাতা হয়ে উঠেন ব্যাটার যশপ্রীত বুমরা।
মেলবোর্ন: বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র হয়েছে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারতীয় দলকে ফলো অন এড়াতে ব্য়াট হাতে সাহায্য করেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এই ইনিংসের আগেই বুমরার ব্যাটিং নিয়ে সংশয় প্রকাশ করায় এক সাংবাদিককে গুগলে তাঁর রেকর্ড খুঁজে দেখার জন্য বলেছিলেন বুমরা। ফলো অন বাঁচানো তাঁর ইনিংসের ঠিক তারপরেই ওই ভিডিও বেশ ভাইরাল হয়। গুগল তো বুমরার সেই সাংবাদিক বৈঠকের ক্লিপিং রিপোস্ট করেনই, পাশাপাশি গুগলের সিইও সুন্দর পিচাইও (Sundar Pichai) এক মজাদার প্রতিক্রিয়া দেন।
মঙ্গলবার, ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের (Ind vs Aus 3rd Test) চতুর্থ দিনে ফলো অনের কিনারায় দাঁড়ানো দলের হয়ে দারুণ লড়াকু এক ইনিংস খেলেন যশপ্রীত বুমরা ও আকাশ দীপ। ভারতের ফলো অন করা থেকে তো বাঁচানই পাশাপাশি অপরাজিত থেকেই মাঠও ছাড়েন তাঁঁরা। এরপরেই গুগুল বুমরার সেই সাংবাদিক সম্মেলনের ভিডিও পোস্ট করে তাঁর ক্যাপশনে লেখেন, 'কেবল জাস্সি ভাইয়ের ওপরই ভরসা করি আমি।'
এরপরেই সুন্দর পিচাই এই ভিডিওটির ক্লিপিং শেয়ার করে লেখেন, 'আমি গুগল করেছি। প্যাট কামিন্সের বলে যিনি হুক মারতে পারেন, তিনি নিঃসন্দেহেই ব্যাট করতে পারেন। দারুণ খেলছ যশপ্রীত বুমরা। দীপের সঙ্গে মিলে ফলো অন বাঁচিয়েছ।' ইলন মাস্কও পিচাইয়ের পোস্টের রিপ্লাই দিয়েছেন। পিচাই আবার তাঁকে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার জন্যও বলে রেখেছেন।
I did Google it:) anyone who can hook Cummins for a six knows how to bat! Well done @Jaspritbumrah93 saving the follow on with Deep!
— Sundar Pichai (@sundarpichai) December 17, 2024
বুমরাকে এর আগেও বার্মিংহামে ২০২২ সালে স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান তুলতে দেখা গিয়েছিল। এটাই টেস্টের এক ওভারে সর্বকালের সর্বোচ্চ রান। তাঁর ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলে, সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়েই মজার ছলে সাংবাদিককে গুগল করার কথা বলেছিলেন তিনি। ব্রিসবেনে নিজের দক্ষতা প্রমাণও করে দেন ব্যাটার বুমরা। বল হাতে তো অনবদ্য পারফর্ম করছেনই, ব্য়াট হাতেও টিম ইন্ডিয়ার ত্রাতা হয়ে উঠলেন যশপ্রীত বুমরা।
তিন ম্যাচ শেষে আপাতত সিরিজ় ১-১ সমতায় রয়েছে। পরের দুই টেস্টেও
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: