Harbhajan Singh: 'এখন দেশভক্তি কই গেল?' ধারা ভেঙে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে করমর্দন করে কটাক্ষের শিকার হরভজন
India vs Pakistan: এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ সম্প্রতি ভারতীয় পুরুষ বা মহিলা, সিনিয়র, জুনিয়র সব দলই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিল।

নয়াদিল্লি: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেটাররা করমর্দন করেননি। মহিলাদের বিশ্বকাপ থেকে রাইজিং স্টার্স এশিয়া কাপ, সর্বত্রই ভারত ও পাকিস্তানি ক্রিকেটাররা ম্যাচের আগে ও পরে করমর্দন এড়িয়েই যান। এমনকী লেজেন্ডসদের লিগে তো পহেলগাঁও হামলার পরে ভারত বনাম পাকিস্তান ম্য়াচ পর্যন্ত বাতিল হয়। সেই ম্যাচ খেলতে যেসব ক্রিকেটাররা গড়রাজি ছিলেন, তাঁদের মধ্যে হরভজন সিংহ (Harbhajan Singh) অন্যতম বলে দাবি করা হচ্ছিল। তবে এবারে ধারা ভাঙল। একেবারে ব্যতক্রমী ছবি ধরা পড়ল আবু ধাবির টি ১০ লিগে।
আবু ধাবির এই ক্রিকেট প্রতিযোগিতার এক ক্লিপ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি খুবই ভাইরাল হয়েছে। সেই ক্লিপে দেখা যাচ্ছে হরভজন নিজের ব্যাটিং শেষ করার পর হাসিমুখে পাকিস্তানের তরুণ ক্রিকেটার শাহনাওয়াজ দাহানির সঙ্গে করমর্দন সারছেন। জবাবে পাক তরুণও ভারতীয় তারকার সঙ্গে সৌজন্য বিনিয় করেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটিই ভাইরাল হয়েছে।
অনেকের মতে হরভজন সিংহরা দ্বিচারিতা করছেন। বাকি স্থানে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলা বয়কটের ডাক দিলেও নিজে শুধু খেলাই নয়, পাক তারকার সঙ্গে হাসিখুশে করমর্দন করায় হরভজনের বিরুদ্ধে ক্ষুব্ধ নেটিজেনরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
Harbhajan Singh handshake with Shahnawaz Dahani. Ab kahan gai patriotism indians ki. #AbuDhabiT10 @iihtishamm pic.twitter.com/4ZFfgP2ld3
— Ather (@Atherr_official) November 19, 2025
Didn't play against Pakistan Legends and Now Shaking Hands with Pakistani Player 🤣
— Saith Usama (@Saith__Usama) November 19, 2025
That's Harbhajan Singh Daddoo for You 🤣
Appreciation for Dhani who defended 8 in the last over by picking up 2 wickets for just 3 runs.#T10 pic.twitter.com/aBC6KtfFYs
Harbhajan Singh really forgot his own script.
— World Monitor (@MonitorWarnow) November 19, 2025
Boycotting India–Pakistan in the Legends League for ‘patriotism’… but happily shaking hands with Shahnawaz Dahani in T10 and eating at Pakistani restaurants in London.
Double standards of the highest level. @harbhajan_singh pic.twitter.com/owxtm2Ourn
In July - Harbhajan Singh withdrew from the match against Pakistan in the WCL.
— ICC Asia Cricket (@ICCAsiaCricket) November 20, 2025
In November - Harbhajan Singh was seen shaking hands with Pakistan’s Shahnawaz Dahani in the Abu Dhabi T10 League. pic.twitter.com/Xx9KWKsVDL




















