Hardik Pandya: ব্যক্তিগত জীবনে ঝড়, টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে ব্রাত্য, কী বললেন হার্দিক?
Hardik Natasa Divorce: টালমাটাল পরিস্থিতিতে প্রথমবার প্রকাশ্যে এলেন হার্দিক। শনিবার মুম্বইয়ে ফিটনেস সংক্রান্ত কথাবার্তাও বললেন।
মুম্বই: গত কয়েকদিন তাঁর ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। ভারতের নতুন টি-২০ অধিনায়ক নির্বাচনের সময় উপেক্ষা করা হয়েছে তাঁকে। পরিবর্তে অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে। তারপর হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) ব্যক্তিগত জীবনেও উঠেছে ঝড়। স্ত্রী নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।
টালমাটাল পরিস্থিতিতে প্রথমবার প্রকাশ্যে এলেন হার্দিক। শনিবার মুম্বইয়ে ফিটনেস সংক্রান্ত কথাবার্তাও বললেন। তবে জাতীয় টি-২০ দলের নেতৃত্ব হোক বা বিবাহ বিচ্ছেদ, বিতর্কিত কোনও প্রসঙ্গে কথা বলেননি। মুখে ছিল স্মিত হাসি। তবে কুলুপ এঁটেছেন অন্য সব বিষয়ে।
হার্দিক বলেছেন, 'আমাদের শরীর ক্লান্ত না হলে মন ক্লান্ত হয়ে পড়ে। আমার জীবনে যা অনেকবার ঘটেছে। আর এরকম পরিস্থিতিতে মনকে জোর করতে হয়। তাতেই ফারাক হয়ে যায়। যার মানে হল, হয়তো আমি এবং আপনি দুজনই ২০ করে করেছি। তবে আমি মনের ওপর জোর খাটাতে পারলে ২৫ করে ফেলতে পারি। তার পরের বার ৩০ করব।'
ঘটনাচক্রে, হার্দিককে টি-২০ অধিনায়ক না করার নেপথ্যে ছিল নাকি তাঁর ফিটনেস সমস্যা। এরকম কথাই শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। বিশেষ করে ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটে তিনি নিয়মিত নন এবং একসঙ্গে খেলেন না বলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছিল।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ় থেকে যখন টি-২০ বিশ্বকাপ জিতে মুম্বইয়ে ফিরেছিলেন হার্দিক, হুডখোলা বাসে করে উৎসব করতে করতে শহর প্রদক্ষিণ করেছিলেন। তবে এই কদিনের মধ্যে বদলে গিয়েছে গোটা পরিস্থিতি। টি-২০ বিশ্বকাপে ছিলেন সহ অধিনায়ক। অথচ নতুন কোচের আমলে হারিয়েছেন অধিনায়ক হওয়ার সুযোগ। বিচ্ছেদ যন্ত্রণাও হজম করতে হয়েছে।
তবে শনিবার ফ্যানকোডের সঙ্গে যৌথভাবে নিজের স্পোর্টস সরঞ্জামের উন্মোচন করতে এসে বেশ হাসিখুশিই ছিলেন হার্দিক। বারবার জোর দিয়েছেন মানসিকতার ওপর। বলেছেন, 'সব সময় মনকে স্বচ্ছ ও স্পষ্ট রাখাটা জরুরি। আমার ট্রেনার আমাকে ১০টা পুশ আপ দিতে বললে আমি সব সময় ১৫টি দিয়েছি।'
Surreal ❤️ Thank you for all the love Baroda, thank you for the support and thank you for making this such a special day. So many emotions, but always grateful. 🙏🇮🇳 pic.twitter.com/PJ12bBUnjH
— hardik pandya (@hardikpandya7) July 16, 2024
আরও পড়ুন: স্নেহাশিসের বিয়েতে হয়তো থাকছেন না সৌরভ-ডোনা, কোথায় হচ্ছে অনুষ্ঠান?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।