Hardik on World Cup: বিশ্বজয়ই লক্ষ্য, বছরের প্রথম ম্যাচে মাঠে নামার আগেই স্পষ্টবাক হার্দিক পাণ্ড্য
Indian Cricket Team: ২০১৩ সালের পর থেকে ভারতীয় দল আইসিসির একাধিক টুর্নামেন্টের নক আউটে পৌঁছেও, বিশ্বকাপ জিততে পারেনি।
মুম্বই: নতুন বছরে নতুন উদ্যমে ফের একবার মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) টি-টোয়েন্টি সিরিজ দিয়েই ২০২৩ সালটা শুরু করতে চেলেছে ভারতীয় ক্রিকেট দল। এই বছরে ভারতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। বিশ্বকাপের বছরের শুরতেই বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। এটাই তাঁর 'নিউ ইয়ার রেজোলিউশন।'
হার্দিকের 'রোজোলিউশন'
রোহিত শর্মার অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন। দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে হার্দিককে তাঁর নতুন বছরের 'রোজোলিউশন' নিয় প্রশ্ন করা হলে, তিনি জবাবে বলেন, 'আমার দেশের হয়ে বিশ্বকাপ জয় (রেজোলিউশন)। দুর্ভাগ্যবশত ২০২২ সালে আমরা বিশ্বকাপ জিততে পারিনি। তবে এই বছরে আমরা আরও ভালভাবে বিশ্বজয় করতে চাই।' ২০১৩ সালের পর থেকে ভারতীয় দল আইসিসির একাধিক টুর্নামেন্টের নক আউটে পৌঁছেও, বিশ্বকাপ জিততে পারেনি। এবার পুরনো হতাশা দূর করার লক্ষ্যে বদ্ধপরিকর হার্দিক। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই ছিল টিম ইন্ডিয়ার শেষ আইসিসি ট্রফি জয়।
কঠোর পরিশ্রম
ভারতীয় দল গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয়। এশিয়া কাপেও ভারতীয় দল ফাইনালে অবধি পৌঁছতে পারেনি। কঠোর পরিশ্রমের মাধ্যমেই দলের ভাগ্য বদল করতে চান হার্দিক। তিনি বলেন, 'আমার কাছে কঠোর পরিশ্রমই একমাত্র উপায়। চোট আঘাত লাগাটা তো আর আমার হাতে নেই, তবে নির্ধারিত প্রক্রিয়া মেনে কাজ করে যেতে চাই। ২০২২ সালটা ব্যক্তিগতভাবে আমরা সেরা বছর ছিল। আমরা বিশ্বকাপ জিততে পারিনি বটে, তবে ব্যক্তিগতভাবে ওটা আমার কেরিয়ারের সেরা বছর ছিল। আমার লক্ষ্য হল দলকে একাধিক টুর্নামেন্ট জেতানো।'
নতুন কিট স্পনসর
ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা।
উল্লেখ্য, নাইকি ছিল এর আগে কিট স্পনসর ভারতীয় দলের। কিন্তু ২০২০ সালে নভেম্বরে এই আমেরিকান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে সরিয়ে এমপিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় ক্রিকেট। ফ্যান্টাসি গেম সংস্থা হলেও ক্রীড়া সরঞ্জাম তৈরির দুনিয়ায় পা রাখতে চেয়েছিল এমপিএল। ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি হয়ে থাকলেও গত বছরের ডিসেম্বরেই সরে যেতে চেয়েছিল এই সংস্থা। শেষ পর্যন্ত তারা সরেই গেল।
আরও পড়ুন: হার্দিক বাহিনীকে টি-টোয়েন্টি সিরিজে চাপে ফেলতে পারেন শ্রীলঙ্কার এই ৩ ক্রিকেটার