Women's Asia Cup 2024: বাংলাদেশকে উড়িয়ে টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে ভারত, বোলারদের ভূয়সী প্রশংসায় হরমনপ্রীত
India Women vs Bangladesh Women: এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটের বিরাট ব্যবধানে পরাজিত করে ভারতীয় দল।
![Women's Asia Cup 2024: বাংলাদেশকে উড়িয়ে টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে ভারত, বোলারদের ভূয়সী প্রশংসায় হরমনপ্রীত Harmanpreet Kaur full of praise for Indian bowlers they beat Bangladesh to reach Womens Asia Cup 2024 final Women's Asia Cup 2024: বাংলাদেশকে উড়িয়ে টানা নবমবার এশিয়া কাপের ফাইনালে ভারত, বোলারদের ভূয়সী প্রশংসায় হরমনপ্রীত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/26/1c7b052d93d1baa078c1c67b693805fa1722002540211507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দাম্বুলা: মহিলাদের এশিয়া কাপে (Women's Asia Cup 2024) অব্য়াহত রইল ভারতীয় দলের দাপট। বাংলাদেশের বিরুদ্ধে (India Women vs Bangladesh Women) ১০ উইকেটের দাপুটে জয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল ভারতীয় মহিলা দল। মহাদেশের সেরা হওয়ার খেতাবি লড়াইয়ে এই নিয়ে নয়বারের মধ্যে নয়বারই নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হল ওমেন ইন ব্লু। দুরন্ত জয়ের পর দলের বোলারদের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক হরমনপ্রীত কৌর।
হরমনপ্রীত জানান একদমই পরিকল্পনা মাফিক বোলিং করেছেন সকলে। ম্যাচ শেষে উচ্ছ্বসিত ভারতীয় অধিনায়ক বলেন, 'আমাদের বোলাররা দারুণ পারফর্ম করেছে। আমরা দলের বৈঠকে যে যে পরিকল্পনা ঠিক করেছিলাম, একেবারে তেমনই বোলিং হয়েছে। ওদের বোলিংয়ে আমি ভীষণ খুশি।' এশিয়া কাপের সফলতম দল ভারত। তাই দলের উপর যে চাপ ছিলই, সেকথাও কিন্তু স্বীকার করে নিতে দ্বিধা করেননি হরমনপ্রীত।
'এশিয়ান ক্রিকেটে আমরা দাপুট দেখিয়েছি, তাই আমাদের ওপর প্রত্যাশার চাপ তো থাকেই। তবে আমাদের জন্য বিষয়টা খুবই সহজ। আমরা মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে চাই। তার জন্য নেটে আমরা কড়া প্রস্তুতি নিই। প্রতিদিন ওরা ইতিবাচক মনোভাব নিয়েই এগিয়ে আসে। ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে আসে। এতে আমার কাজটা সহজ হয়ে যাচ্ছে। আত্মবিশ্বাস বাড়ছে। ওরা সকলেই দলের জন্য সবসময় রয়েছে। আমাদের কাছে কিন্তু এমন ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।' মত হরমনপ্রীতের।
এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ওপার বাংলার দলের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে দলের বোলাররাই জয়ের ভিত গড়ে দেন। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে মাত্র ৮০ রানই তুলতে পারে বাংলাদেশের মহিলা দল। রেণুকা ঠাকুর ও রাধা যাদব তিনটি করে উইকেট নেন। ৮১ রানের লক্ষ্যমাত্রা একেবারেই কঠিন ছিল না। ব্যাট করতে নেমে ১১ ওভারে ৮৩/০ তুলে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। মাত্র ৩৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন স্মৃতি মান্ধানা। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৫ রান করে অপরাজিত ছিলেন তিনি। শেফালি এদিন অপরাজিত ছিলেন ২৬ রানে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সতীর্থদের অভিযোগে হারিয়েছিলেন মুম্বইয়ের নেতৃত্ব! পুরনো বিতর্ক নিয়ে কী বললেন ভারতের অধিনায়ক সূর্য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)