Harmanpreet Kaur: "মনে হচ্ছে দ্বিপাক্ষিক কোনও সিরিজ জিতে ঘরে ফিরেছি", কেন এমন বললেন হরমনপ্রীত?
Harmanpreet Kaur: দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু কীভাবে বিশ্বজয়ের রাস্তা তৈরি হয়েছিল?

নয়াদিল্লি: গত ২ নভেম্বর হরমনপ্রীত কৌর ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিলেন। কপিল দেব, মহেন্দ্র সিংহ ধোনির পর ভারতীয় ক্রিকেটের তৃতীয় ক্যাপ্টেন হিসেবে বিশ্বজয়ের নজির গড়েছেন। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে বিশ্বচ্য়াম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু কীভাবে বিশ্বজয়ের রাস্তা তৈরি হয়েছিল? ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেডকোচ অমল মজুমদারের সঙ্গে প্রতিনিয়ত কথা বলেছিলেন হরমনপ্রীত।
আইসিসি রিভিউতে দেওয়া সাক্ষাৎকারে হরমনপ্রীত বলছেন, 'সত্যি বলতে কি আমি এখনও এই জয়ের গভীরতাটা ভাবতে পারছি না। হয়ত আমি আরও কয়েক মাস পরে এই জয়ের গভীরতা সম্পর্কে বুঝতে পারব। দেশের জন্য আমরা কী করতে পেরেছি। আমি এই কথাটাই অমল স্যারকেও বলেছিলাম। এটা আমার কাছে কেন জানি না মনে হচ্ছে যে আমরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ জিতেছি।''
হরমনপ্রীত আরও বলেন, ''এতগুলো বছর ধরে আমরা ট্রফিটা দূর থেকেই দেখে এসেছি। কিন্তু সেদিন জয়ের পরে আমরা যখন নাচ করছিলাম। যখন সবাই ট্রফিটা ধরেছিল, বলছিল যে আদৌ এটা সত্যি কি না।''
আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি হরমনপ্রীত নিজেই জানান 'লিটল মাস্টার' তাঁকে বিশ্বকাপ ফাইনালের আগের রাতে ফোন করেছিলেন। হরমনপ্রীতকে কি বলেছিলেন সচিন? ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ক বলেন, 'ফাইনালের আগে রাতে সচিন স্যর ফোন করেছিলেন। ওঁ নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং আমাদের সবসময় ভারসাম্য বজার রাখতেও বলেন।' সচিন আরও যোগ করে, 'ম্যাচ যদি খুব দ্রত গতিতে এগিয়ে যায়, সেক্ষেত্রে জিনিসপত্র একটু থামিয়ে গতিটা কমাতে হবে। এই গতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা কর। খুব তাড়াহুড়ো করলে বা বাড়তি গতিতে এগোলে সেজ্ঞেত্রে ধ্বস নামার সুযোগ রয়েছে, মুখ থুবড়ে পড়তে হতে পারে। সেই ভুলটাই যেন আমরা না করি, সেদিকে জোর দিতে হবে।'
বিশ্বজয়ী হলেও এখনও সেই বিষয়টা যেন মেনে নিতে বেশ সময় লাগবে বলেই জানান হরমনপ্রীত। 'সত্যি বলতে সবটা বুঝে নিতে, এখনও খানিকটা সময় লাগবে। হয়তো বেশ কয়েক মাস পরে আমি প্রকৃত অর্থে বুঝতে পারব ঠিক সাফল্য অর্জন করেছি আমরা। দেশের জন্য কী জিতেছি। গোটাটা এখনও বুঝে উঠতে পারছি না।' হরমনপ্রীত কৌর চিরস্মরণীয় হওয়ার পথে আরেক পা বাড়িয়েছেন। জয়পুরে আইকনিক নাহারগড় ফোর্টের মোমের মিউজিয়ামে বসতে চলেছে হরমনের মূর্তি। মিউজ়িয়ামের প্রতিষ্ঠাতা খবরটি নিশ্চিত করেন। ঘটনাক্রমে, মহিলা দিবসের দিনই, ৮ মার্চ হরমনের এই মূর্তিটি উন্মোচিত হবে, যা ভারতীয় ক্রীড়াক্ষেত্রে সাফল্য এবং জয়ের পরিচয়বাহক হতে চলেছে। অনুপ জানান এই সিদ্ধান্তটি কেবলমাত্র বিশ্বজয়ের ওপর নির্ভর করে একেবারেই নেওয়া হয়নি। বরং হরমনের দীর্ঘদিনের ইনুশাসন, সাহস এবং আত্মবিশ্বাসের পরিচয় বহন করবে এটি। ভারতীয় মহিলারাও বিশ্বস্তরে ক্রীড়াক্ষেত্রে সাফল্য পেতে পারে, তার প্রমাণ দেবে।




















