INDW vs AUSW: ঐতিহাসিক টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই
Indian Women's Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে মুখোমুখি হবে ভারতীয় দল।
মুম্বই: সদ্যই অ্যালিসা হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ান দলকে পরাজিত করে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। প্রথমবার অস্ট্রেলিয়াকে লাল বলের ক্রিকেটে হারাল ভারতীয় দল। ঐতিহাসিক সেই টেস্ট জয়ের পর এবার অজ়িদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে খেলতে নামবে ওমেন ইন ব্লু। সেই দুই সিরিজ়ের জন্য বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলেরও ঘোষণা করে দেওয়া হল।
২৮ ডিসেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে ময়দানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ভারত। তিন ম্যাচের সিরিজ়ের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে ৩০ ডিসেম্বর ও ২ জানুয়ারি আয়োজিত হবে। ওয়ান ডে সিরিজ় শেষ হলে দুই দল সমসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়েও অংশগ্রহণ করবে। ওয়াংখেড়ের বদলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় আয়োজিত হবে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে। ৫, ৭ এবং ৯ জানুয়ারি যথাক্রমে তিনটি বিশ ওভারের ম্যাচ খেলা হবে।
Harmanpreet Kaur leads India's strong 16-player squad for the upcoming ODI and T20I series against Australia 🏏
— ICC (@ICC) December 26, 2023
More 👉 https://t.co/GE2nDxaTe2 pic.twitter.com/ezQE1cXmBB
সিরিজ়ের জন্য ঘোষিত ভারতীয় দলে খুব বড় চমক তেমন নেই। দুই সিরিজ়েই দলের নেতৃত্বে হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) দেখা যাবে। তাঁর ডেপুটি হিসাবে স্মৃতি মান্ধানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়ান ডেতে সুযোগ পেয়েছেন স্নেহ রানা ও হরলীন দেওল। তাঁরা যথাক্রমে কণিকা আহুজা এবং মিন্নু মানির বদলে দলে সুযোগ পেয়েছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ভারতীয় দল ১-২ ব্য়বধানে টি-টোয়েন্টি সিরিজ়ে পরাজিত হয়েছিল। সেই একই দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বজায় রাখা হয়েছে।
ইতিহাসের হাতছানি
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচ (IND vs SA 1st Test) খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বের প্রায় সব প্রান্তেই টেস্ট সিরিজ় জয়ের কৃতিত্ব থাকলেও, রামধনুর দেশে ভারতীয় দল কিন্তু এখনও লাল বলের সিরিজ় জিততে পারেনি। সেই লক্ষ্যেই রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া মাঠে নামবে। এই সিরিজ়েই এক বিরাট মাইলফলক স্পর্শ করতে পারেন ভারতের তারকা স্পিনার আর অশ্বিন (R Ashwin)।
প্রায় পাঁচ মাস পরে ফের একবার ভারতীয় টেস্ট দলের হয়ে অশ্বিনকে দেখা যেতে পারে। আর এই সিরিজ়েই কিন্তু বিশেষ তালিকায় নিজের নাম লেখানোর হাতছানি রয়েছে ভারতীয় অফ স্পিনারের সামনে। প্রয়োজন আর ১১টি উইকেট। নবম বোলার হিসাবে রামধনুর দেশেই ৫০০টি টেস্ট উইকেট নেওয়ার হাতছানি রয়েছে অশ্বিনের সামনে। অশ্বিন এখনও পর্যন্ত ৯৪টি টেস্ট ম্যাচ খেলে ২৩.৬৫ গড়ে ৪৮৯টি উইকেট নিয়েছেন। এক ইনিংসে ৩৪ বার পাঁচ উইকেট এবং এক ম্যাচে আট বার ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ব্যাটে শান্তির বার্তা দিতেও মানা! আইসিসির বিরুদ্ধে বিস্ফোরক অজ়ি তারকা উসমান খাওয়াজা?